ফেডারাল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তির পর, অস্ট্রেলিয়ার নিউজ পেজগুলো দেখার বাধা তুলে নিতে সম্মত হয়েছে ফেসবুক।
মঙ্গলবার বিকেলে ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ ঘোষণা দেন যে, প্রস্তাবিত নতুন আইনটি সংশোধনে অস্ট্রেলিয়া রাজি হওয়ার পর ফেসবুক সংবাদ আধেয় (নিউজ কন্টেন্ট) দেখার বাধা তুলে নিতে যাচ্ছে।
রিপোর্টারদেরকে তিনি বলেন,
“পরিপূর্ণভাবে সমালোচনার দৃষ্টিতে, আইনটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ রয়েছে, যেমন, এটি একটি বাধ্যতামূলক আইন।”
“দ্বিতীয়ত, এটি দ্বি-মুখী মূল্যবোধের আদান-প্রদান ভিত্তিক; এবং তৃতীয়ত, এটি একটি চূড়ান্ত মধ্যস্থতার প্রস্তাব প্রক্রিয়া।”
মিস্টার ফ্রাইডেনবার্গ ব্যক্তিগতভাবে মিস্টার জাকারবার্গকে ধন্যবাদ দেন ‘গঠনমূলক’ আলাপ-আলোচনার জন্য।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় আচমকা পাবলিশার ও ব্যবহারকারীদের সংবাদ আধেয় (নিউজ কন্টেন্ট) দেখা ও শেয়ার করায় বাধা দেয় ফেসবুক।
অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় ব্লক করে বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয় ফেসবুক। অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত একটি নতুন আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জের হিসেবে এই সিদ্ধান্ত নেয় ফেসবুক। আইনটি পাশ হলে সংবাদ আধেয় প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দিতে বাধ্য হবে ফেসবুক।
মিস্টার ফ্রাইডেনবার্গ রিপোর্টারদেরকে বলেন,
“এটি একটি কঠিন প্রক্রিয়া, তবে এগুলো আসলেই গুরুত্বপূর্ণ বিষয়।”
“এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ, এই আইনের উদ্দেশ্য এবং মরিসন সরকারের অভিপ্রায়-এর পেছনে উদ্দেশ্য হলো এদেশে জন-স্বার্থে সাংবাদিকতাকে ধরে রাখা।”
তিনি বলেন, অস্ট্রেলিয়ায় ফেসবুকের সংবাদ আধেয় দেখায় ও শেয়ারে বাধা প্রদানের বিষয়টি ‘দুঃখজনক’ এবং ‘হতাশাব্যঞ্জক’।
মিস্টার ফ্রাইডেনবার্গ আরও বলেন,
“ফেসবুক যা করেছে তার জন্য শুধুমাত্র অস্ট্রেলিয়া সরকারই হতাশ হয় নি, আমরাও হতাশ হয়েছিলাম তারা যেভাবে এটি করেছে তার জন্য। কারণ, আমাদেরকে কোনো ধরনের আগাম নোটিশ প্রদান করা হয় নি।”
ব্যবহারকারীরা নিউজ পেজগুলোতে গিয়ে দেখতে পান যে, যেখানে সাধারণত একটি কাস্টম ফটো থাকতো, সেখানে জেনেরিক ধূসর বার এবং নিউজ কন্টেন্ট ও স্টোরির স্থলে মেসেজ ‘নো পোস্টস ইয়েট’।
ফেসবুকের অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর উইল এস্টন বলেন, সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছুতে পেরে কোম্পানিটি খুশি।
এক স্টেটমেন্টে তিনি বলেন,
“আমরা পূর্বাপর একইভাবে একটি কাঠামোকে সহায়তা করে গেছি, যা অনলাইন প্লাটফর্মগুলো ও পাবলিশারদের মাঝে নবরীতি এবং সহযোগিতা বজায় রাখতে উৎসাহিত করে।”
“আরও আলোচনার পর, আমরা সন্তুষ্ট যে, অস্ট্রেলিয়া সরকার সম্মত হয়েছে বেশ কিছু পরিবর্তন আনতে এবং নিশ্চয়তা দিতে, যা আমাদের মূল উদ্বেগের বিষয় ছিল বাণিজ্যিক চুক্তিগুলোর বিষয়ে। আমরা পাবলিশারদের কাছ থেকে যে মূল্য পাই, তার তুলনায়, পাবলিশারদেরকে আমাদের প্লাটফর্ম যে মূল্য দেয় তার স্বীকৃতির বিষয়ে।”
অন্যান্য ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসবিএস-এর সংবাদ ও আধেয় পাওয়া যাবে:
এসবিএস নিউজ অ্যাপ: কিংবা থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করুন এবং এলার্টগুলোতে সাবস্ক্রাইব করুন।
অনলাইনে এবং রেডিওতে ৬৮ ভাষায় সংবাদ ও আধেয় প্রচার করে এসবিএস। আপনার ভাষায় আধেয় পেতে দেখুন: এবং কোভিড-১৯ বিষয়ক সুনির্দিষ্ট তথ্যাবলীর জন্য দেখুন:
এছাড়া , , এবং এর আধেয় পাওয়া যাবে সেগুলোর ওয়েবসাইটগুলোতে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।