Feature

সিডনিতে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে গত ২৯ সেপ্টেম্বর, ২০২৪ একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Executive Committee PIC.jpg

সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে গত ২৯ সেপ্টেম্বর, ২০২৪ একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। Source: Supplied / Dr Shakhawat Nayon

এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রওনক হাসান।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে সভা শুরু করা হয়। অতঃপর, সংগঠনের সদস্যদের উদ্দেশে বিগত সভার কার্য বিবরণী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এসব প্রতিবেদন গৃহীত হয়।

এরপর, পরবর্তী দু’বছরের জন্য চার সদস্যের একটি উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি। উপদেষ্টা কমিটির চেয়ারপারসন হিসেবে ড. স্বপন পাল, এবং সদস্য হিসেবে অভিজিৎ বড়ুয়া, ড. আব্দুল ওহাব ও মফিজুল হক দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির সভাপতিও এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হবেন।
সবশেষে বর্তমান সভাপতি তার বিদায়ী ভাষণের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনারকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানান।

সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার ড. কাইউম পারভেজ এবং নির্বাচন কমিশনার অনীলা পারভীন নির্বাচন পরিচালনা করেন।

পরবর্তীতে, ২০২৫-২৭ মেয়াদের জন্য একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক-এর নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে ড. সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বুলবুল আহমেদ (সাজু) নির্বাচিত হয়েছেন।

কমিটির বাকি সদস্যরা হলেন, মিসেস পিয়াসা বড়ুয়া, সহ-সভাপতি; তসলিম আহমেদ বাপ্পী, সহকারী সাধারণ সম্পাদক; বেঞ্জামিন গোমেজ, কোষাধ্যক্ষ; সৈয়দ আশিক সুজন, সাংস্কৃতিক সম্পাদক; মেহেদী হাসান শাহীন; ড. শাখাওয়াৎ নয়ন, প্রচার ও জনসংযোগ সম্পাদক। কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, নেহাল নেয়ামুল বারী, আল নোমান শামীম, ফখরুদ্দীন আহমেদ ফখরুল, শফিকুল লস্কর, মিসেস নুসরাত জাহান স্মৃতি এবং ইসহাক হাফিজ।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 22 October 2024 2:50pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends