সিডনিতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মো. সাখাওয়াৎ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট কার্যক্রম প্রকল্পের উপপরিচালক লে. ক. সৈয়দ নাজমুর রহমান এসজিপি, জি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ব্যক্তিগত সচিব জনাব মো. কায়সারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব জনাব আলিমুন রাজিব, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো. সালাহ উদ্দিন।
এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সিডনিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল তাঁর স্বাগত বক্তব্যে এই দিনটিকে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপরেখার আলোকে বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ করা হয়েছে।
ই-পাসপোর্টকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার এক অনন্য মাইলফলক হিসেবেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন যে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনিতে এই সেবা চালুর ফলে এখন থেকে সিডনিতে বসবাসরত বাংলাদেশীগণ কনস্যুলেট জেনারেল থেকেই ই-পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।
প্রধান অতিথি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস-সমূহে ই-পাসপোর্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি অন্যতম মাইল ফলক হলো ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রম।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনিতে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে গত রবিবার, ২৮ মে, ২০২৩ তারিখে। ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এর ওয়েবসাইটে পাওয়া যাবে, বলা হয়। ই-পাসপোর্ট গ্রহণে আগ্রহী সকলকে কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আবেদন করার জন্যও অনুরোধ জানানো হয়। Credit: Consulate General of Bangladesh, Sydney
ই-পাসপোর্ট আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
ই-পাসপোর্ট গ্রহণে আগ্রহী সকলকে কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।