কাশ্মীর: আবারো মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প

ভারত সফরে গিয়ে ভারত ও পাকিস্তান নিয়ে আবারও মধ্যস্থতা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিজেদের সমস্যা নিয়ে কাজ করছে ভারত ও পাকিস্তান। দু’ দেশেরই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক মজবুত। মধ্যস্থতা করতে তাঁকে যা কিছু করতে হবে, তিনি তা করতে পারেন। পাকিস্তান ভুখণ্ড থেকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Trump Sees Commitment to Religious Freedom in India as Riots Break Out

Trump Sees Commitment to Religious Freedom in India as Riots Break Out. Source: The New York Times

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব দিক থেকে কাশ্মীর কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের বিষয়ের বাইরে যখনই পাকিস্তানের প্রসঙ্গ উঠেছে, তখনই অনেক ভারসাম্যের কূটনীতির পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগেই কাশ্মীর-সহ পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বারবার মধ্যস্থতা করতে চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিবারই ভারত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছে। এবার ভারত সফরে এসে শেষ লগ্নে ফের পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাব নতুন করে জল্পনার তৈরি করল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

এদিকে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে বিক্ষোভ এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন তিনি এবং মানুষের ধর্মীয় স্বাধীনতা চান প্রধানমন্ত্রী মোদি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি মানুষের ধর্মীয় স্বাধীনতা চান। তাঁরা এই নিয়ে খুবই পরিশ্রম করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণের কথা শুনেছেন, তবে তা নিয়ে আলোচনা করেন নি। ভারতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে দিল্লিতে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আলোচনা করতে চান না, তিনি তা ভারতের ওপর ছাড়তে চান। আশা করেন, ভারতের মানুষের জন্য তারা সঠিক সিদ্ধান্ত নেবে।
One of the injured is carried to the city hospital after riots broke out in eastern Delhi, New Delhi, India.
One of the injured is carried to the city hospital after riots broke out in eastern Delhi, New Delhi, India. Source: AAP
মঙ্গলবার দ্বিতীয় দিনে পা দিয়েছে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সংঘর্ষ, মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ এ, তার মধ্যেই সরকারি সফরে ভারতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবেই উঠেছে দিল্লির প্রসঙ্গ। কিন্তু দিল্লির ঘটনা ব্যক্তিগত সংঘর্ষ বলে কার্যত এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর সদিচ্ছা রয়েছে। দিল্লিতে ব্যক্তিগত হিংসার বিষয়ে শুনেছেন। তবে এনিয়ে কথা হয় নি, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য এবং মুক্ত বাণিজ্যের পক্ষে কাজ করবে ভারত এবং আমেরিকা দুই দেশ। সর্বাঙ্গীন বাণিজ্য চুক্তির পক্ষে সহমত পোষণ করেছেন দুই রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাদের। ২৪ টি এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার এবং ৬টি এএইচ-৬৪ই অ্যাপাচে বিক্রি করবে আমেরিকা। ভারতীয় সেনাবাহিনীর জন্য মোট ৩০০ কোটি ডলার মূল্যে হেলিকপ্টার কেনা হবে। এর আগে হায়দরাবাদ হাউসে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তি ক্ষেত্রে কৌশলগত অংশিদারিত্ব, তথ্যপ্রযুক্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সব বিষয়েই আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এই সফর দুই দেশের কাছেই অত্যন্ত ফলপ্রসূ। দুই দেশের মধ্যে অ্যাপাচে ও এমএইচ-৬০ হেলিকপ্টার কেনাবেচার চুক্তি হয়েছে। এই হেলিকপ্টারগুলি বিশ্বের মধ্যে উন্নততম। ইসলামি সন্ত্রাসবাদ রুখতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কথা হয়েছে। একইসঙ্গে সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গেও নিরন্তর আলোচনা চালাচ্ছে আমেরিকা।
Trump Sees Commitment to Religious Freedom in India as Riots Break Out
Trump Sees Commitment to Religious Freedom in India as Riots Break Out. (The New York Times) Source: The New York Times
এসময় বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ভারতের অভ্যর্থনায় আবেগাপ্লুত, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকে ভারত সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, গত দু’দিন, বিশেষ করে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে, সেটা তার কাছে বিরাট সম্মানের। তবে একইসঙ্গে মোদিকে হালকা চালে বলেছেন, ওখানে হয়তো তার চেয়ে মোদির জন্যই বেশি লোক ছিল। সোয়া লক্ষ মানুষ স্টেডিয়ামের ভেতরে ছিলেন। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে খুব ভালবাসে। পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং তার সঙ্গে আসা মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। সরাসরি ভোটের কথা উল্লেখ না করেও মোদি বলেছেন, তিনি জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন খুব ব্যস্ত। তবু সময় বের করে ভারত সফরে এসেছেন। তার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমেরিকা ও ভারতের মধ্যে বন্ধন কেবল সরকারের সঙ্গে সরকারের নয়। এটা মানুষকেন্দ্রিক ও মানুষের সঙ্গে মানুষের।

Follow SBS Bangla on .

Share
Published 26 February 2020 5:08pm
By Partha Mukhopadhyay
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends