অস্ট্রেলিয়ার মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স অনারেবল ডেভিড কোলম্যান এমপি-র পক্ষ থেকে জারিকৃত একটি বলা হয়েছে, দক্ষ কর্মীদের আকৃষ্ট করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারাল সরকার এবং রিজিওনাল ডেভেলপমেন্ট অস্ট্রেলিয়া (আরডিএ) ওরানার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত শুক্রবার, ৫ এপ্রিল প্রকাশিত এই মিডিয়া রিলিজে বলা হয়, নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল ওয়েস্ট এবং ওয়েস্টার্ন রিজিওনের নিয়োগদাতারা এখন ‘ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট’ (ডামা) চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগ করতে পারবেন।
নর্দান টেরিটোরি, কালগ্রুলি-বল্ডার এবং ভিক্টোরিয়ার গ্রেট সাউথ কোস্টের পর এবার ৫ বছরের জন্য ‘ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট’ (ডামা) চুক্তিতে আবদ্ধ হলো নিউ সাউথ ওয়েলসের ওরানা রিজিওন।
এই ওরানা ডামার আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে ডাবো রিজিওনাল কাউন্সিল এবং মিড-ওয়েস্টার্ন রিজিওনাল কাউন্সিল।
আর, লোকাল গভার্নমেন্টগুলোর মধ্যে রয়েছে:
Bogan, Bourke, Brewarrina, Cobar, Coonamble, Gilgandra, Narromine, Walgett, Warren এবং Warrumbungle ।
এসব অঞ্চলে কৃষি, স্বাস্থ্য, হসপিটালিটি এবং নির্মাণ শিল্পে যে কর্মী-ঘাটতি রয়েছে তা এই ডামা চুক্তির মাধ্যমে পূরণ করা হবে।
অভিবাসন মন্ত্রী ডেভিড কোলম্যান বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের জন্য, বিশেষত রিজিওনাল অস্ট্রেলিয়ার কর্মী-ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে মরিসন সরকার।“অস্ট্রেলিয়ানদের কর্ম-সংস্থান করার বিষয়টিই আমাদের প্রথম অগ্রাধিকার। তবে, রিজিওনাল এলাকাগুলোতে দক্ষ-কর্মী সঙ্কট নিরসনে অভিবাসন-ব্যবস্থাও ভূমিকা রাখতে পারে।”
Immigration Minister David Coleman Source: AAP
“নর্দান টেরিটোরিতে আমরা ডামা চুক্তির সাফল্য দেখেছি। রিজিওনাল অস্ট্রেলিয়ার দক্ষ-কর্মী-চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেসব অঞ্চলে কাজ করার জন্য অস্ট্রেলিয়ান কর্মীদেরকে পাওয়া যায় না।”
এ ছাড়া, ৬ এপ্রিল প্রকাশিত আরেকটি বলা হয়েছে, সাউথ অস্ট্রেলিয়ায় দু’টি ডামা চুক্তি সম্পাদন করা হয়েছে।
মিনিস্টার ফর ইনোভেশন অ্যান্ড স্কিলস ডেভিড পিসোনি বলেন, সাউথ অস্ট্রেলিয়ার ডামা চুক্তি দু’টি খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,
“সিটি ডিল ডামা চুক্তির মাধ্যমে নিয়োগদাতারা উচ্চ পর্যায়ের দক্ষ কর্মীদেরকে ডিফেন্স, স্পেস, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে নিয়োগ দিতে পারবেন।”
“রিজিওনাল ডামা চুক্তির মাধ্যমে রিজিওনাল সাউথ অস্ট্রেলিয়ায় নিয়োগদাতারা অ্যাগ্রি-বিজনেস, ফুড প্রসেসিং, হসপিটালিটি এবং পযটন শিল্পে দক্ষ কর্মীদেরকে স্পন্সর করার মাধ্যমে নিয়োগ করতে পারবেন যে কর্মী-ঘাটতি তারা বিদ্যমান কর্মীদেরকে দিয়ে পূরণ করতে পারছেন না।”বড় বড় শহর থেকে অভিবাসীদের চাপ কমাতে অস্ট্রেলিয়ার কয়েকটি অঞ্চলে এর আগে Designated Area Migration Agreements (DAMA) ঘোষণা করা হয়েছে। ডামা হচ্ছে একটি এমপ্লয়ার স্পন্সরড প্রোগ্রাম।
Source: SBS