কোভিড-১৯ আপডেট: কোভিড রোডম্যাপের প্রতি নজর দিচ্ছেন প্রিমিয়াররা

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৬ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

(K-K) Fabie McGechan, Demitris van Maaren, Melanie Marsden na Joel Hutchings

Raia walio pata chanjo kamili, wachangia chakula nje mjini Sydney, Jumamosi, Septemba 25, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলসে, টিকা গ্রহণের উপযুক্ত ৫৯.২৫ শতাংশ লোক পুরোপুরিভাবে টিকাগ্রহণ করেছে।
  • ভিক্টোরিয়ায়, জিলং এবং সার্ফ কোস্টে মাঝ-রাত থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।
  • এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ২৫টি নতুন কেস সনাক্ত।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৯৬১টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং নয় জন মারা গেছে।

নিউ সাউথ ওয়েলস হেলথের ড. জেরেমি ম্যাকআনল্ট বলেন, সাবার্ব অফ কনসার্নগুলোতে সর্বোচ্চ সংখ্যক কেসগুলো সনাক্ত হতে দেখা গেছে। এগুলোর মধ্যে রয়েছে গিল্ডফোর্ড, অবার্ন, পাঞ্চবৌল, পেনরিথ, ব্যাংকসটাউন, লিভারপুল এবং বুসলি পার্ক।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, এই রাজ্যটির কোভিড রোডম্যাপের বিস্তারিত চূড়ান্ত করা হচ্ছে এবং এটি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। যারা টিকা গ্রহণ করেন নি তাদের ক্ষেত্রে কী ধরনের স্বাস্থ্য-পদক্ষেপ গ্রহণ করা হবে সে সম্পর্কে পরবর্তীতে ঘোষণা করা হবে।

ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৭৭৯টি কেস সনাক্ত করা হয়েছে এবং দু’জন মারা গেছে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, রাজ্যটিতে যখন ৮০ শতাংশ সিঙ্গেল ডোজের টার্গেট পূর্ণ হবে তখন রিজিওনাল ভিক্টোরিয়ায় এবং মেট্রোপলিটান মেলবোর্নে কোনো কোনো বিধি-নিষেধ শিথিল করা হবে। ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার নাগাদ এই লক্ষ্যমাত্রা পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

ঘর থেকে বাইরে ভ্রমণ করার সীমা বাড়িয়ে ১৫ কিলোমিটার করা হবে এবং বিধি-নিষেধ অনুসারে ঘরের বাইরে বিনোদনমূলক কার্যক্রম, যেমন, গল্ফ, টেনিস এবং বাস্কেটবল খেলার অনুমতি দেওয়া হবে। আর, পরিপূর্ণভাবে ভ্যাকসিন গ্রহণকারীদেরকে তাদের ব্যক্তিগত শরীর চর্চার ক্ষেত্রেও বিধি-নিষেধ শিথিল করে দেওয়া হবে।

আপনার নিকটস্থ ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • এসিটি-তে ১২ বছরের বেশি বয়সী জনগণের ৮৫ শতাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
  • কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন কোনো কেস সনাক্ত করা হয় নি।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 26 September 2021 1:53pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends