অস্ট্রেলিয়ায় সোমবারে কোভিড-১৯ এর কারণে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মধ্যে ভিক্টোরিয়ায় ১৮ জন এবং নিউ সাউথ ওয়েলসে পাঁচজন।
অস্ট্রেলিয়ায় কোভিড -১৯ এর নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যাসহ সর্বশেষ সংবাদের জন্যে দেখুন।
আরও একটি কোভিড-১৯ আক্রান্ত জাহাজ সিডনিতে পৌঁছেছে। এই জাহাজে প্রায় ১০০ টি পজিটিভ কোভিড কেস রয়েছে। পি-অ্যান্ড-ও প্যাসিফিক এক্সপ্লোরার-এর যাত্রীরা RAT টেস্ট এর ফল নেগেটিভ এলেই কেবল অবতরণ করতে পারবে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে কোরাল প্রিন্সেস নামের জাহাজ কোভিড পজিটিভ কেস নিয়েই সিডনিতে এক দিনের জন্য অবস্থান করেছিল।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেট কোভিড-১৯ পজিটিভ কেসের আইসোলেশনের সময়সীমা কমানোর জন্য অনুরোধ করছেন। তিনি বলেন, ভাইরাসটির সংক্রমণ এখনও কমছে না এবং অস্ট্রেলিয়ায় আরও ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে।
তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি চিফ হেলথ অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছেন, 'এখন অবশ্যই আইসোলেশনের মেয়াদ কমানোর সঠিক সময় নয়’। শনিবার ন্যাশনাল কেবিনেটের বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সোমবার অ্যালবানিজি 5AA রেডিওকে বলেন, স্বাস্থ্য কর্মকর্তারা আইসোলেশনের মেয়াদ কমানো যায় কিনা তা আরও খতিয়ে দেখবেন।
অস্ট্রেলিয়ায় গত বছরের ডিসেম্বর মাসে আইসোলেশনের মেয়াদ ১৪ দিন থেকে কমিয়ে সাত দিন করা হয়।
কোভিড-১৯ ও ফ্লু-র কেস বৃদ্ধির কারণে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যাওয়ায় অনেক স্টেটের জরুরি বিভাগগুলিতে রোগীদের অপেক্ষার সময় বেড়ে গেছে বলে জানা গেছে।
নিউ সাউথ ওয়েলসে কোভিডের কারণে বর্তমানে প্রায় ২ হাজার ৭০০ জন স্বাস্থ্যকর্মী আইসোলেশনে রয়েছেন।
ভিক্টোরিয়া স্টেটের চিকিৎসা-ব্যবস্থার উপর চাপ কমাতে প্রাথমিকভাবে ১২ টি প্রধান হাসপাতালে অতিরিক্ত বিশেষজ্ঞ ও কর্মী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।
কোভিড-১৯ এবং ফ্লু কেসের সংখ্যা সম্প্রতি বেড়ে যাওয়ায় দুটি পেডিয়াট্রিক জিপি রেসপাইরেটরি ক্লিনিক স্থাপনেরও পরিকল্পনা করা হয়েছে, যেগুলো শ্বাসযন্ত্রের অসুস্থতায় আক্রান্ত শিশুদের জরুরি বিভাগে যাওয়া কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
নর্দার্ন টেরিটরি কর্তৃপক্ষ কোভিড সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলিতে ভিজিটরদের সংখ্যা এবং সময়সীমা কমিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া শনিবারে ন্যাশনাল কেবিনেটের বৈঠকের পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭৫০ ডলার প্যান্ডেমিক অর্থসাহায্য পুনর্বহাল করেছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: