কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে স্কুলে ফিরলো শিক্ষার্থীরা, ভিক্টোরিয়ায় টিকাদান কর্মসূচি আরও গতিশীল

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৫ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Students of Hunter School of the Performing Arts celebrate their return on campus in Sydney after months of lockdown.

Students of Hunter School of the Performing Arts celebrate their return on campus in Newcastle after months of lockdown. Source: Supplied by Hunter School of the Performing Arts

  • অনুমোদিত হলে, দ্বিতীয় ডোজের ছয় মাস পরে বুস্টার ডোজ
  • স্থানীয় আদিবাসীদের টিকাকরণের হার বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে ভিক্টোরিয়া
  • নিউ সাউথ ওয়েলসে আজ থেকে স্কুলে ফিরলো সকল শিক্ষার্থী

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় গতকাল রাত আটটা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমিত ১,৪৬১টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং ২০ এর কোঠার একজন নারী-সহ সাত জন মারা গেছে।

ইনডিজেনাস কমিউনিটিগুলোতে টিকাকরণের সচেতনতা বাড়ানোর জন্য নব-উদ্যোগের ঘোষণা দিয়েছেন হেলথ মিনিস্টার মার্টিন ফোলি। যেসব কমিউনিটিতে টিকাকরণের হার কম, সেগুলোতে অনেকগুলো পপ-আপ ক্লিনিক স্থাপন করা হবে।

এই অঙ্গ-রাজ্যটির অ্যাবোরিজিনাল কমিউনিটিগুলোতে ১২ বছরের বেশি বয়সীদের প্রায় ৮০ শতাংশ তাদের প্রথম ডোজ কোভিড টিকা নিয়েছে। এক্ষেত্রে রাজ্য জুড়ে এই হার ৯০ শতাংশেরও বেশি।

২৯ অক্টোবর, শুক্রবার আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তখন আর বাইরে মাস্ক পরিধান করতে হবে না এবং রাজ্য জুড়ে রিজিওনাল এলাকায় ভ্রমণ করা যাবে।

টিকা নেওয়ার জন্য আজই করুন।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২৯৪টি কেস সনাক্ত করা হয়েছে এবং চার জন মারা গেছে।

এই অঙ্গ-রাজ্যটিতে আজ থেকে সমস্ত শিক্ষার্থী পুনরায় স্কুলে যাওয়া শুরু করেছে। তবে, বাধ্যতামূলক পুরোপুরি টিকা নেওয়ার নিয়মের কারণে সকল শিক্ষক-শিক্ষিকা স্কুলে ফিরতে পারছেন না।

প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেন, “আমাদের ৯৫ শতাংশেরও বেশি শিক্ষক-শিক্ষিকা টিকা নিয়েছেন এবং এর ফলে আমরা নিরাপদে স্কুলগুলো খুলতে পেরেছি। এটি একটি অসাধারণ প্রচেষ্টা।”

নন-আর্জেন্ট ইলেক্টিভ সার্জারিগুলো বাতিল করা হয়েছিল গত আগস্টে। পাবলিক ও প্রাইভেট হাসপাতালগুলোতে এগুলো পুনরায় শুরু করা হয়েছে।

আপনার নিকটস্থ ভ্যাকসিনেশন সেন্টারের জন্য দেখুন

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডে কোনো নতুন কোভিড কেস সনাক্ত করা হয় নি।

টিকা নেওয়ার জন্য আজই করুন।

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • এসিটি-তে নয়টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত।
  • আগামীকাল থেকে নর্দার্ন টেরিটোরিতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনের জন্য চার সপ্তাহের একটি পাইলট প্রোগ্রাম শুরু হবে।
  • কমান্ডার ডিফেন্স অফ কোভিড-১৯ টাস্কফোর্স, লেফটেন্যান্ট জেনারেল জন ফ্রিওয়েন ঘোষণা করেছেন যে, দ্বিতীয় ডোজের ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে, তবে এর জন্য ATAGI এর অনুমোদন লাগবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 25 October 2021 3:17pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends