কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার পরিবারগুলোর মধ্যে যোগাযোগ কমানোর আহবান জানিয়েছেন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৩০ জুলাই, ২০২১-এর আপডেট।

People cross an empty street in The Rocks, Sydney, Thursday, July 8, 2021. NSW has recorded 38 new locally acquired COVID-19 cases overnight, the highest daily number of new cases in 14 months. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

People cross an empty street in The Rocks, Sydney. Source: AAP Image/Bianca De Marchi

  • স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে নিউ সাউথ ওয়েলস পুলিশের সাথে যোগ দেবে সৈন্যরাও  
  • রহস্যজনক একটি কেইসের লিঙ্ক খুঁজে পেয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ  
  • একজন শিক্ষার্থীর কোভিড ১৯ পজেটিভ সনাক্ত হওয়ার কারণে ব্রিসবেনের একটি স্কুলে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান  
  • টাসম্যানিয়া ভিক্টোরিয়ার জন্য সীমান্ত খুলে দিয়েছে 



নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস ১৭০ জন নতুন রোগী সনাক্ত করেছে, যাদের ৪২ জন কমিউনিটিতে সংক্রমণশীল অবস্থায় ছিলেন।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান পরিবারগুলোকে যোগাযোগ সীমিত করতে আহবান জানিয়েছেন, ভাইরাস বাড়িঘর এবং কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ছে।

পুলিশ কমিশনার মিক ফুলার লোকজনকে এই শনিবারে লকডাউন বিরোধী প্রতিবাদ মিছিলে না যেতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, "প্রতিবাদকারীদের মোকাবেলা করতে এক হাজার পুলিশ মোতায়েন করা হবে।"

এদিকে প্রায় ৩০০ সৈন্য সোমবার থেকে কাজ করবে, তারা নিশ্চিত করবে যাতে মানুষ লকডাউনের সময় বাড়িতে থাকে এবং অন্য জায়গা থেকে আসা পরিবারের সদস্যদের সাথে না মেশে।

ভিক্টোরিয়া

রাজ্যে নতুন তিনটি স্থানীয় কেইস সনাক্ত হয়েছে, তাদের সবাই চলতি প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্ট এবং তারা সংক্রমণশীল অবস্থায় আইসোলেশনে ছিলেন।

ভিক্টোরিয়ান হেলথ মিনিস্টার মার্টিন ফলি বলেন জিনোমিক টেস্টিংয়ে দেখা গেছে রহস্যময় কেইসটি চলতি প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্ট, তবে ওই ব্যক্তি কিভাবে ভাইরাসে আক্রান্ত হলেন তা এখনো জানা যায়নি।

গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়া জুড়ে

কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগ মনে করছে ব্রিসবেনের যে শিক্ষার্থী কোভিড -১৯ টেস্টে পজেটিভ হয়েছে সে কমিউনিটি থেকে সংক্রমিত। ২৭ জুলাই থেকে তিনদিন পর্যন্ত সে টেস্টের আগে সংক্রমণশীল অবস্থায় ছিল।

দুসপ্তাহ বন্ধের পর টাসম্যানিয়া আজ থেকে আবার ভিক্টোরিয়ার সাথে সীমান্ত খুলে দিয়েছে।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 30 July 2021 1:35pm
Updated 31 July 2021 1:12pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends