- লকডাউন থেকে বের হতে নিউ সাউথ ওয়েলসের একটি তিন-পর্যায়ের রোডম্যাপ
- ভিক্টোরিয়ায় টিকাদান কর্মসূচিতে গতি বাড়াতে জিপি ও ফার্মেসিগুলোকে গ্রান্ট প্রদানের ঘোষণা
- এসিটি-তে বিদ্যমান প্রাদূর্ভাবে কোভিড-সম্পর্কিত প্রথম মৃত্যুর ঘটনা
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে গতকাল রাত আটটা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমিত ৭৮৭টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং বার জন মারা গেছে।
আউটডোর পুলগুলো পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে এবং নির্মাণাধীন সাইটগুলোতে এখন পুনরায় পুরোপুরিভাবে কাজ শুরু করা যাবে। তবে, কোভিড সেইফটি প্লান থাকতে হবে।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান নিশ্চিত করেন যে, ১১ অক্টোবর নাগাদ নিষেধাজ্ঞাগুলো আরও শিথিল করা হবে। ৭০ শতাংশ রোডম্যাপের ক্ষেত্রে কিছু রদবদলের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, রাজ্যটিতে ৮০ শতাংশ ডাবল-ডোজ ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত রিজিওনাল এলাকায় ভ্রমণ করা যাবে না।
তিনি বলেন, ৮০ শতাংশ ডাবল-ডোজের লক্ষ্যমাত্রা পূরণ হলে বিয়েশাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় পুরোপুরি টিকাগ্রহণকারীদের অংশগ্রহণের নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে, কমিউনিটি স্পোর্ট আবারও চালু করা যাবে এবং বাড়িতে ১০ জন পর্যন্ত একত্রিত হওয়া যাবে।
তৃতীয় পর্যায়ের ‘কোভিড নরমাল’ এর তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর ২০২১। আশা করা হচ্ছে যে, তখন রাজ্যটিতে ডাবল ডোজ ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৯০ শতাংশে পৌঁছে যাবে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৭০৫টি কেস সনাক্ত করা হয়েছে এবং এক জন মারা গেছে।
প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ ঘোষণা করেন যে, এগারটি লোকাল গভার্নমেন্ট এরিয়া, যেগুলোতে সংক্রমণ-সংখ্যা অনেক বেশি এবং টিকা-গ্রহণের সংখ্যা কম, সেগুলোর জিপি এবং কমিউনিটি ফার্মেসিগুলোর জন্য বেশ কিছু গ্রান্ট রয়েছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে মোরল্যান্ড, ব্রিমব্যাংক, কার্ডিনিয়া, ক্যাসেই, ডেয়ারবিন, গ্রেটার ড্যানডিনং, হবসন্স বে, মেল্টন, হুইটলসি, উইন্ডসর এবং হিউম।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি
এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১৯টি কেস সনাক্ত করা হয়েছে এবং এক জন মারা গেছে।
ক্যানবেরায়, ১ অক্টোবর ২০২১ থেকে, কারও বাড়িতে বেড়ানোর জন্য দু’ব্যক্তি যেতে পারবেন এবং বিনোদনমূলক কার্যক্রমের সময় বাড়িয়ে চার ঘণ্টা করা হবে।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন:
ভারতীয় সংবাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১