কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলস অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিচ্ছে, বিয়ের অনুষ্ঠানের বিধিনিষেধ সহজ করছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৮ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

NSW Healths Dr Jeremy McAnulty (left) and NSW Health Minister Brad Hazzard during a COVID-19 press conference in Sydney, Saturday, August 28, 2021.

NSW Healths Dr Jeremy McAnulty (left) and NSW Health Minister Brad Hazzard during a COVID-19 press conference in Sydney, Saturday, August 28, 2021. Source: AAP Image/Bianca De March

  • নিউ সাউথ ওয়েলসে COVID-19 টিকা পেতে অগ্রাধিকার পাওয়ার তালিকা আরো বাড়িয়েছে
  • নতুন রোগী সনাক্তের ৬০ শতাংশ রেকর্ডই মেলবোর্নের পশ্চিমে
  • ACT স্থানীয় ২৬ জন নতুন রোগী রেকর্ড করেছে
  • সাউথ অস্ট্রেলিয়ায় নতুন COVID-19 এক্সপোজার সাইট

নিউ সাউথ ওয়েলস

NSW স্থানীয় ১০৩৫টি নতুন কোভিড ১৯ কেইস রেকর্ড করেছে, যার মধ্যে ৭১৪টি পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম সিডনি থেকে সনাক্ত। ৭০ ও ৮০-উর্দ্ধ দুইজন মারা গেছেন।

, টিকার জন্য অগ্রাধিকার পেতে বয়সভিত্তি বাড়ানো হয়েছে, যার ফলে ৪০ থেকে ৪৯ বছর বয়সীরা এখন টিকা পাবে। গ্রোসারি ও মাংসপ্রক্রিয়াজাত কর্মীরা যারা সনাক্ত সংখ্যা বেশি এমন স্থানীয় সরকার এলাকায় থাকেন না কিন্তু সেখানে কাজ করেন তাদেরও এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এনএসডব্লিউ হেলথ বিয়ের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা শিথিল করবে, ৩ সেপ্টেম্বর থেকে পাঁচজন অতিথি উপস্থিত থাকতে পারবে।

অনুমোদিত কর্মীদের সনাক্ত সংখ্যা বেশি এমন ১২টি স্থানীয় সরকার এলাকা থেকে জন্য আবেদন করতে হবে। 

ভ্যাকসিনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট করুন 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয় ৬৪ জন নতুন রোগী রেকর্ড করেছে, যার মধ্যে ৪৯ চলতি প্রাদুর্ভাব সংশ্লিষ্ট এবং ১৫ জনের উৎস অজানা।

স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন, মেলবোর্নের পশ্চিমের এলাকাগুলোর মধ্যে উইন্ডহ্যাম, নিউপোর্ট, এল্টোনা নর্থ এবং হিউম অঞ্চলে সনাক্ত সংখ্যা বেশি।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

নিউ সাউথ ওয়েলস থেকে দুই ট্রাক চালকের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর সাউথ অস্ট্রেলিয়া হেলথ পোর্ট অগাস্টায় দুটি এবং সিডুনায় দুটি পেট্রোল স্টেশনকে হিসাবে তালিকাভুক্ত করেছে।

২৪ সেপ্টেম্বর থেকে, ACT, NSW বা ভিক্টোরিয়া থেকে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ সাউথ অস্ট্রেলিয়াতে প্রবেশের আগে তাদের অন্তত ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছে এমন প্রমাণ দিতে হবে।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 28 August 2021 2:19pm
Updated 28 August 2021 2:44pm
Presented by Shahan Alam

Share this with family and friends