কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে ভাইরাস সনাক্তদের সংখ্যা বেড়ে চলেছে, মানুষকে টিকা দেওয়ার আহ্বান

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৬ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

NSW COVID-19 update in Sydney. Friday, August 6, 2021.

The media surround NSW Premier Gladys Berejiklian at a press conference to provide a COVID-19 update in Sydney. Friday, August 6, 2021. Source: AAP Image/Mick Tsikas

  • নিউ সাউথ ওয়েলসে আইসিইউ'তে থাকা রোগীদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি।
  • ভিক্টোরিয়ার নতুন কেইসগুলো কমিউনিটিতে সংক্রমিত অবস্থায় ছিল।
  • কুইন্সল্যান্ডের ভ্যাকসিনেশন কর্মসূচিতে তিনশ ফার্মেসি যুক্ত হয়েছে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে আজ নতুন ২৯২টি কেইস রেকর্ড করা হয়, যাদের মধ্যে ৪৮ জন কমিউনিটিতে সংক্রমিত অবস্থায় ছিলেন।

দক্ষিণ-পশ্চিম সিডনির একজন ষাটোর্ধ নারী মারা গেছেন, তিনি টিকা নেয়া ছিলেন না।

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান জনস্বাস্থ্য নির্দেশ মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আরো বেশি সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতির ঘোষণা দিয়েছেন ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন এলাকায়, এখানেই সবচেয়ে বেশি রোগী সনাক্ত হচ্ছে।

চীফ হেলথ অফিসার কেরি চ্যান্ট বলেছেন, ৫০ জন রোগী ইনটেনসিভ কেয়ারে আছেন, তাদের ৪৪ জনই টিকা নেননি, বাকিরা একটি করে ডোজ নিয়েছেন। 

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সবাইকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছে। এখানে  দেখুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় আজ ৬জন নতুন রোগী সনাক্ত হয়েছে, তাদের মধ্যে দুজনের ঘোষণা গতকাল ৫ অগাস্ট দেয়া হয়েছিল।
৬টি কেইসই ডেল্টা সংক্রমণের সাথে সংশ্লিষ্ট, কিন্তু তারা সংক্রমিত অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন না।

গতকাল হবসন বে এবং মেরিবিড়নং নামক দুটি এলাকায় পৃথক সংক্রমণ চেইন খুঁজে পাওয়া যায়, ফলে হঠাৎ করেই লকডাউন ঘোষণা করা হয়।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড আজ নতুন ১০টি কেইস রেকর্ড করেছে, তাদের সকলেই চলতি ক্লাস্টারের সাথে যুক্ত।

কুইন্সল্যান্ডের অধিবাসীদের জন্য ৩৩০টিরও বেশি ফার্মাসিতে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

চীফ হেলথ অফিসার ডঃ জেনেট ইয়াং বলেছেন, কুইন্সল্যান্ডের লকডাউন যেটি ৮ অগাস্ট শেষ হওয়ার কথা, তা তুলে দেয়া হবে কিনা এখনই বলা যাচ্ছে না।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 6 August 2021 1:33pm
Updated 6 August 2021 1:57pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends