কোভিড -১৯ আপডেট: মেলবোর্ন লকডাউন থেকে বেরিয়ে এলো, কোয়ান্টাস আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২২ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Melbourne emerges from lockdown.

Melbourne has emerged from the world's longest lockdown, and as vaccination rates continue to rise. Source: AAP

  • লকডাউন শেষ হলো ভিক্টোরিয়ায়, কোভিডে মৃত্যু ১৬ এবং ২,১৮৯টি স্থানীয় কেস
  • কোয়ান্টাস আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে এগিয়ে এসেছে
  • প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সরকার সিঙ্গাপুরের সাথে একটি ভ্রমণ-চুক্তি করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ভিক্টোরিয়া

মেলবোর্ন বিশ্বের দীর্ঘতম ক্রমবর্ধমান লকডাউন থেকে বেরিয়ে এসেছে, ভিক্টোরিয়া ২,১৮৯টি স্থানীয় কেস রেকর্ড করেছে। আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যটি ৩০ অক্টোবরের মধ্যে ৮০ শতাংশ ডাবল-ডোজের লক্ষে পৌঁছানোর পথে রয়েছে, এর আগে এই লক্ষে পৌঁছতে ৫ নভেম্বর পর্যন্ত অনুমান করা হয়েছিল।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন যে ভিক্টোরিয়া ১ লা নভেম্বর থেকে বিদেশ থেকে আগত সম্পূর্ণরূপে টিকা দেওয়া অস্ট্রেলিয়ানদের জন্য কোয়ারেন্টিন শর্ত বাতিল করবে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে অর্জিত ৩৪৫ টি নতুন কোভিড -১৯ কেস এবং পাঁচজনের মৃত্যুর রেকর্ড করেছে। রাজ্যটি লকডাউন পরবর্তী সংক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।

আজ সকালে সিডনি বিমানবন্দরে কথা বলার সময়, প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেন যে রাজ্য "পুনরুদ্ধারের রানওয়েতে" আছে। এদিকে কোয়ান্টাস ঘোষণা করেছে যে তারা আগামী সপ্তাহ থেকে কর্মীদের ফিরিয়ে আনবে এবং আরও আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সরকার সিঙ্গাপুরের সাথে একটি ভ্রমণ-চুক্তি করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

এসিটি

১২ বছর বয়সী ৮৪ শতাংশেরও বেশি এসিটি বাসিন্দাদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। এই অঞ্চলে ১৩টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আজই  করুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ডে কোন কমিউনিটি কেস রেকর্ড করা হয়নি, কিন্তু লোগানে কম টিকা দেওয়ার হার নিয়ে উদ্বেগ রয়েছে। আগামীকাল সুপার স্যাটারডে ভ্যাকসিনেশন ব্লিটজ কর্মসূচিতে ১০০টিরও বেশি স্কুল অংশগ্রহণ করছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

 



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 22 October 2021 1:25pm
Updated 22 October 2021 9:32pm
Presented by Shahan Alam


Share this with family and friends