- প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার সীমান্ত খুলে দেওয়া হবে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে। পরিপূর্ণভাবে কোভিড-টিকা নেওয়া আন্তর্জাতিক পর্যটকরা এখন অস্ট্রেলিয়ায় আসতে পারবেন। প্রায় দু’বছর পর তারা এ সুযোগ পাচ্ছেন।
- কোভিড-১৯ টেস্টিংয়ের খরচ আয়কর প্রদানের ক্ষেত্রে কর্তনযোগ্য করতে যাচ্ছেন ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ। কাজের সঙ্গে সম্পর্কিত কারণে টেস্টিং করতে হলে, ব্যবসা-প্রতিষ্ঠানের এবং ব্যক্তিগত আয়কর প্রদানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর, এটি বাস্তবায়ন করা হবে ১ জুলাই ২০২১ তারিখ থেকে। অর্থাৎ, এই তারিখ থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং পিসিআর টেস্টের খরচ এই অর্থবছরে ক্লেইম করা যাবে।
- কোনো কোনো স্টেটে আজ থেকে ইলেক্টিভ সার্জারি আবারও শুরু করা হচ্ছে। ভিক্টোরিয়ায় প্রাইভেট হসপিটাল এবং ডে সেন্টারগুলো তাদের সামর্থ্যের ৫০ ভাগ কাজে লাগিয়ে ইলেক্টিভ সার্জারি করা শুরু করছে। আর, নিউ সাউথ ওয়েলসে সরকারি হাসপাতালের কোনো কোনো রোগীকে প্রাইভেট ফ্যাসিলিটিতে এবং কোনো কোনো রিজিওনাল পাবলিক হসপিটালে চিকিৎসা প্রদান করা হবে।
- কুইন্সল্যান্ডে কতিপয় ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে আর রাজ্যটির চেক-ইন অ্যাপ ব্যবহার করতে হবে না। তবে, বহু স্থানেই ভ্যাকসিনেশনের প্রমাণপত্র দেখাতে হবে। সরকার বলছে, গত সপ্তাহে সেই রাজ্যটি ওমিক্রন সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে।
- চেক-ইনের শর্তের ক্ষেত্রে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এসিটি-ও। শুক্রবার রাত ১১.৫৯ পিএম থেকে কোনো কোনো ভেন্যুতে আর বাধ্যতামূলক কিউআর কোড চেক-ইন করতে হবে না।
- নিউ সাউথ ওয়েলসে প্রিমিয়ার ঘোষণা করেছেন যে, গত বছর দীর্ঘ সময় জুড়ে রাজ্যটিতে জারি থাকা লকডাউনের সময়টিতে যেসব বাবা-মায়েরা তাদের সন্তানদেরকে হোম-স্কুলিং করিয়েছেন এখন তারা সরকারি ভর্তুকিযুক্ত হলিডের জন্য উপযুক্ততা লাভ করেছেন। উপযুক্ততা লাভকারী পরিবারগুলোর একজন করে সদস্য ৫০ ডলারের পাঁচটি ভাউচার পাবেন, আজ সোমবার থেকে। অক্টোবরের প্রথম ভাগ নাগাদ সময় পর্যন্ত এই রাজ্যে এসব ভাউচার দিয়ে আবাসন এবং বিনোদনের জন্য খরচ করা যাবে।
- কোভিড-১৯ সংক্রমণের কারণে নির্ধারিত তারিখের দু’সপ্তাহ পরে, কুইন্সল্যান্ডে আজ থেকে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- কুইন্সল্যান্ডে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৩ জন। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ৪৩ জন। সেখানে নতুন কেস সনাক্ত হয়েছে ৪,৭০১ টি এবং আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
- নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২,০৯৯ জন। ইনটেনসিভ কেয়ারে আছেন ১৩৭ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন এবং নতুন সনাক্ত হয়েছে ৭,৪৩৭ জন।
- ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৩৮ জন। আই-সি-ইউ-তে আছেন ৭২ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ৮,২৭৫ টি।
- টাসম্যানিয়ায় সনাক্ত করা হয়েছে ৪৪৩ টি নতুন কেস। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৫ জন। সর্বশেষ রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে বিগত একদিনে সেখানে কেউ মারা যায় নি।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: