প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি কোভিড ১৯ 'ক্লোজ কন্টাক্টের' (ঘনিষ্ঠ সংস্পর্শ) জাতীয় সংজ্ঞা ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ন্যাশনাল ক্যাবিনেট এই নতুন সংজ্ঞায় সম্মত হয়েছে।
- 'ক্লোজ কন্টাক্ট' বলতে এমন একজন ব্যক্তি হিসাবে বিবেচিত হবে যে কিনা একটি নিশ্চিত কোভিড ১৯ কেসের কোন পরিবারের সংস্পর্শে এসেছেন, অথবা কোন ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত কোন বাড়ি, আবাসিক বা সেবা কেন্দ্রে কোন একটি নিশ্চিত কেসের সাথে চার ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।
- যদি একজন ব্যক্তিকে ক্লোজ কন্টাক্ট হিসাবে বিবেচনা করা হয়, তবে উপসর্গ না থাকলেও তাকে রেপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) করতে হবে।
- যদি রেপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়, তবে কোভিড কেসে নিশ্চিত হওয়া ব্যক্তির সাথে তাদের সংস্পর্শে আসার (এক্সপোজার) তারিখ থেকে সাত দিনের জন্য তাদের নিজ থেকে আইসোলেশনে (নিঃসঙ্গ) থাকতে হবে এবং ষষ্ঠ দিনে আরেকটি রেপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) করাতে হবে।
- রেপিড অ্যান্টিজেন টেস্ট বা আরএটি পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তাদের পিসিআর টেস্ট করাতে হবে।
- যদি কোন ব্যক্তির উপসর্গ দেখা যায়, তবে তাদের অবশ্যই একটি পিসিআর টেস্ট গ্রহণ করতে হবে এবং সাত দিনের জন্য নিজ থেকে আইসোলেশনে (নিঃসঙ্গ) থাকতে হবে।
- নতুন সংজ্ঞা আজ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং এসিটিতে কার্যকর হবে।
- প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বর্তমানে আইসোলেশনে থাকা ব্যক্তিদের জন্যও নতুন নিয়ম প্রযোজ্য হবে।
- টাসম্যানিয়া ১লা জানুয়ারী থেকে এই নীতি অনুসরণ করবে, নর্দার্ন টেরিটরি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা দেবে।
- সাউথ অস্ট্রেলিয়া 'ক্লোজ কন্টাক্টের' (ঘনিষ্ঠ সংস্পর্শ) সংজ্ঞার পরিবর্তনকে গ্রহণ করবে তবে অন্যান্য স্টেট এবং টেরিটোরিগুলোর ৭ দিনের পরিবর্তে ১০ দিনের আইসোলেশন সময়কাল অপরিবর্তিত রাখবে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: