বর্ণিল আলোয় নতুন বছরকে বরণ করে নিতে যখন ব্যস্ত সবাই, ঠিক তখনই তৃপ্তি আর আনন্দের হাসি খেলে গেছে ব্রিসবেনের ছিন্নমূল আর অভাবী মানুষের মুখে। নববর্ষের প্রথম প্রহরে এমনই মানবিক উদ্যোগের আয়োজন করে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)।
সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কমিউনিটিকে জানিয়ে দেয়া হয় ব্যতিক্রমী এ উদ্যোগের কথা। যাতে সায় দেন ব্রিসবেন প্রবাসী বাংলাদেশীরা। কেউ খাবার আবার কেউ বা নগদ টাকা দিয়ে বাড়িয়ে দেন সহায়তার হাত।
সবার সহায়তায় প্রায় ১০০ অভাবী, ছিন্নমূল ও ক্ষুধার্ত মানুষের কাছে নববর্ষের শুভেচ্ছা উপহার নিয়ে হাজির হন ব্যাব এর সদস্যরা। প্রতিটি শুভেচ্ছা প্যাকে ছিল প্যাকেটজাত খাবারের ৮ থেকে ১০ রকমের আইটেম। নগরীর রোমা সড়কের নিকটস্থ ইমা মিলার প্লেসে খাবার বিতরণ করেন তারা।কুইন্সল্যান্ড পুলিশ বিভাগ (কিউপিএস) ও স্থানীয় সামাজিক সংগঠন রোজিসের সহায়তায় ব্যাবের কর্মসূচিতে বাংলাদেশি ডাক্তারদের সংগঠন (এসবিডিকিউ) এবং রোহিঙ্গা সাপোর্ট গ্রুপ অস্ট্রেলিয়া অংশ নেয়।
থার্টি ফাস্ট নাইটে ব্যাব এর কার্যক্রম। Source: Supplied
অস্ট্রেলিয়ার জন্য কিছু করার তাগিদ থেকেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সহ- সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম। তিনি বলেন, "এই আয়োজনের মধ্য দিয়ে বহু সংস্কৃতি কমিউনিটিতে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"