অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপিত

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে যথাযথ ভাব-গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবস।

মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন।

মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন। Source: Molla Mohammad Rashidul Haque

সিডনি

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।

২৭ মার্চ, রবিবার, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। বাংলা স্কুলের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্ব গাঁথা শুনে, কবিতা পড়ে, গান গেয়ে স্বাধীনতার ৫১তম বর্ষকে স্মরণ করেছে। স্কুলের নিয়মিত বাংলা ক্লাস শেষে সকাল এগারোটায় আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৭ মার্চ, রবিবার, যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
২৭ মার্চ, রবিবার, যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। Source: Md Yaqub Ali
স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল আহসান খানের পরিচালনায় ও উপস্থিত সকলের সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনা ঘটে। জাতীয় সঙ্গীতের পর স্কুলের সাধারণ সম্পাদক কাজী আশফাক অনুষ্ঠান পরিচালনার জন্য শিক্ষকদের অনুরোধ করেন |

মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন শিক্ষক শায়লা ইয়াসমিন। এর পরপরই স্বাধীনতা সংগ্রামকে উপজীব্য করে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। নানা সংগ্রাম ও আন্দোলনের পথ ধরে যে একাত্তর এসেছিল তার ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক অনিতা মন্ডল। বাংলা স্কুল সভাপতি মসিউল আজম খান স্বপন ছাত্রছাত্রীদের সাথে মুক্তি সংগ্রামের অর্জন ও ইতিহাস নিয়ে এক আলাপচারিতায় অংশ নেন|

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে রাইসা, এরিক, সোহারদিতি, মারজান, দৃপ্ত, অর্নিলা ও এরিশ| সঙ্গীত পরিবেশন করে রেহনুমা, অর্ণা ও জেইনা। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে ছাত্রছাত্রীদের গল্প বলে শোনান শিক্ষক বিশাখা পাল।

সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের গান "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা" পরিবেশন করেন বাংলা স্কুলের কার্যকরী কমিটির সদস্য তারিক আহমেদ।

অধ্যক্ষ রুমানা খান মোনার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন অনিতা মন্ডল। কারিগরি নির্দেশকের দায়িত্বে ছিলেন রাফায়েল রোজারিও। আপ্যায়ন ও সহযোগিতায় ছিলেন নুরুল ইসলাম শাহিন, ইয়াকুব আলী ও আজিজুর রহমান।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
Campbelltown Bangla School
Source: Raphael Rozario

মেলবোর্ন

বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ মার্চ, শনিবার মেলবোর্নে পালিত হয় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস।

মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন।

আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা দেন মেলবোর্ন ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক, মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা মোল্লা মোহাম্মদ রাশিদুল হক। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাহায্য করার জন্য তিনি ফেডারেশন স্কয়ার কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানান।

এই সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ড. মাহবুবুল আলম তার বক্তৃতায় বলেন, বিশ্বের দরবারে আজ বাংলাদেশ একটি সফল দেশ।

প্রেস বিজ্ঞপ্তি

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 27 March 2022 7:00pm
Updated 28 March 2022 11:13am
By Sikder Taher Ahmad

Share this with family and friends