বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরাতে গত ৮ আগস্ট ২০২০ উদযাপিত হয় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯০ তম জন্মবার্ষিকী। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্য-বিধি মেনে ক্যানবেরাস্থ প্রবাসী বাংলাদেশীরা এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান তার বক্তৃতায় আগস্ট মাসকে শোকের মাস হিসেবে উল্লেখ করেন এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরাও আলোচনায় অংশ নেন।
পরিবেশবাদী এবং সমাজকর্মী কামরুল আহসান খান বলেন,
“তাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, এ রকম মহিলারা যারা তাদের স্বামীদেরকে জীবনের বিভিন্ন সন্ধিক্ষণে নানাভাবে সহায়তা করেছেন এবং উজ্জীবিত করেছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি।”
এ রকম মহীয়সী নারীদের জীবনী নিয়ে গবেষণার প্রতি জোর দেন তিনি।এদিকে সিডনির বাংলাদেশ কনস্যুলেট অফিসেও একই দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। এরপর শেখ ফজিলাতুন্নেসার সংক্ষিপ্ত জীবনভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং আলোচনা করা হয়।
সিডনির বাংলাদেশ কনস্যুলেট অফিসে গত ৮ আগস্ট ২০২০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। Source: Consulate General of the People's Republic of Bangladesh Sydney
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের হাতে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি