বিশ্ব নারী দিবসকে সামনে রেখে যে ঘটনা চমকে দিল সবাইকে

বিমানবাহিনীতে কর্মরত থাকাকালে ধর্ষণের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সিনেটর মার্থা ম্যাকসালি।

Sen. Martha McSally

Sen. Martha McSally Source: AP

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ২৬ বছর কাজ করেছেন অ্যারিজোনার সিনেটর মার্থা ম্যাকসালি। যুদ্ধের সময় আকাশে ওড়া প্রথম নারী মার্কিন যোদ্ধা পাইলট মার্থা নেতৃত্ব দিয়েছেন ফাইটার স্কোয়াড্রনের।

সিনেট আর্মড সার্ভিসের যৌন নিপীড়নের শিকারবিষয়ক উপকমিটির শুনানিতে তিনি তার যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি প্রকাশ করেন।

রিপাবলিকান এই সিনেটর বলেন, বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে ধর্ষণ করেন। বিষয়টি চেপে যান তিনি। তিনি বলেন,

“সামরিক বাহিনীতে অন্যদের মতো আমিও যৌন নিপীড়নের শিকার হয়েছি। আমি এ সম্পর্কে অভিযোগ করি নি।”
Sen. Martha McSally
Sen. Martha McSally Source: AP
তিনি আরও বলেন,

“এ রকম আরও অনেক নারী ও পুরুষের মতো সে সময়ে আমিও সিস্টেমের উপর বিশ্বাস রাখতে পারি নি।”

“আমি নিজেই নিজেকে দোষারোপ করেছিলাম। আমি লজ্জিত ও দ্বিধাম্বিত ছিলাম। আমি ভেবেছিলাম আমি শক্তিশালী কিন্তু নিজেকে শক্তিহীন অনুভব করেছি।”

“অপরাধীরা সকৌশলে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছিলেন।”

৫২ বছর বয়সী এই সিনেটর বলেন, বহু বছর তিনি এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।

এর পর তিনি বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালে সিনেট নির্বাচনে আবারও অংশ নেবেন মার্থা।

এ সম্পর্কে আরও পড়ুন এই

Follow SBS Bangla on .




















































Share
Published 8 March 2019 2:40pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends