Feature

অভিজিতকে পাওয়া গেছে

নিখোঁজ অভিজিৎ সরকারকে খোঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) পুলিশ। তিনি সুস্থ এবং নিরাপদ আছেন বলেও জানানো হয়েছে।

Missing Person

Missing Avijit has been found. Source: ACT Police

আজ সকালে এসিটি পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। তাকে খোঁজে পেতে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

তবে, খোঁজে পাওয়ার ব্যাপারে আর কোন তথ্যই প্রকাশ করা হয়নি।

এদিকে, অভিজিৎ সরকারকে খোঁজে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে কমিউনিটিতে।
Missing Person
Avijit Sarkar. Source: ACT Policing
এসবিএস বাংলা পেইজ। 

ক্যানবেরা প্রবাসী অভিজিতকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে, গত ২২ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়, ২১ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়, ক্যানবেরার এসিটি ওডেন শপিং সেন্টারে অভিজিৎ সরকারকে শেষ দেখা গিয়েছিল।

Share
Published 30 June 2018 10:16am
Updated 30 June 2018 1:40pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: Australian Federal Police


Share this with family and friends