Feature

জাহানারার রেকর্ডের দিনে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

বাংলাদেশের মেয়েদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন জাহানারা আলম। তার রেকর্ডের দিনে জয় পেয়েছে বাংলাদেশ।

Bangladesh Cricket

উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেটিজেনদের আগ্রহের শীর্ষে Source: ICC

সদ্য এশিয়া কাপ জয়ী বাংলাদেশের মেয়েদের রুখতে পারেনি আইরিশরা। বৃহস্পতিবার ডাবলিনে আইরিশ মেয়েদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

যদিও শেষ বলে ১ রানের রুদ্ধশ্বাস সমীকরণে নেমে আসা খেলা। মালেয়শিয়ায় ক'দিন আগেই এমন শ্বাসরুদ্ধকর সমীকরণ পেরিয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপ জিতেছেন সালমারা।
Bangladesh Cricket
Jahanara Alam takes the first five-wicket haul for Bangladesh Cricket. Source: ICC
ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন জাহানারা আলম। তার দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৪ রান তুলে আইরিশরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাহানারা আলমের ২৮ রানে ৫ উইকেটই এখন মেয়েদের সেরা বোলিং।
১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ রানেই ফিরে যান ওপেনার শামিমা সুলতানা। তবে চাপটা বুঝতে দেননি আরেক ওপেনার আয়েশা রহমান। চারটি চারে করেছেন ২৩ বলে ২৪।

তিনে নেমে দলের অন্যতম সেরা ব্যাটার ফারজানা হক আউট হন ১৩ রানে। বাংলাদেশ দলকে জয়ের পথে রাখে, এশিয়া কাপ ফাইনালে ভালো খেলা নিগার সুলতানা। খেলেছেন ৩৮ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস। নিগারের পর ফাহিমা খাতুনের অপরাজিত ২৬ রানে ভর করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়েছেন ফাহিমা।

ডাবলিনের এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সালমারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার। 


Share
Published 29 June 2018 3:51pm
Updated 29 June 2018 5:09pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla, ICC Cricket

Share this with family and friends