অস্ট্রেলিয়ান ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রীঁ আয়োজকরা এবছর প্রায় ১০০,০০০ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করেছিল। কিন্তু ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রোস এর আগে ঘোষণা করেন যে এলবার্ট পার্কের রেসিং ট্র্যাকে 'জনস্বাস্থের ঝুঁকি বিবেচনায়' কোন দর্শককে সেখানে যাওয়ার অনুমতি দেয়া হবে না, তবে দর্শক ছাড়া রেসিং চলতে পারবে।
কিন্তু দর্শকবিহীন ফর্মুলা ওয়ান চালিয়ে যাওয়ার কোন কার্যকারিতা নেই। তাই ফেডারেশন ইন্টারন্যাশনাল দে অটোমোবিলে বা এফআইএ'র গভর্নিং বডি এক জরুরি সভায় অস্ট্রেলিয়ান ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রীঁ-এর সমস্ত কর্মসূচী বাতিলের ঘোষণা দেয়।
এক বিবৃতিতে সংস্থাটি বলে, "সভায় অধিকাংশ টিমগুলো এই অবস্থায় রেস্ চালিয়ে না যাওয়ার বিষয়ে মতামত প্রকাশ করে।"
"ফর্মুলা ওয়ান এবং এফআইএ'র এই সভায় সিদ্ধান্ত হয় যে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রীঁ কর্পোরেশনের সমর্থনে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রীঁ-এর ফর্মুলা ওয়ানের সমস্ত কর্মসূচী বাতিল করা হবে।"
"আমরা বুঝতে পারছি যে রেইসে যোগ দিতে আগ্রহী দর্শনার্থীদের জন্য এটা খুবই হতাশাজনক সংবাদ এবং যারা টিকেট কেটে ফেলেছেন তারা তাদের পুরো মূল্য ফেরত পাবেন। "
এদিকে ফর্মুলা ওয়ানের আটটি টিমের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষায় একজনের মধ্যে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এই প্রেক্ষিতে এফআইএ বলেছে যে ফর্মুলা ওয়ান সদস্যদের এবং বৃহত্তর কমুনিটির নিরাপত্তাই আমাদের মুখ্য বিষয়।
গত বৃহস্পতিবার একজন টিমমেম্বারের স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস COVID-19 পাওয়া গেলে পুরো কর্মসূচী এলোমেলো হয়ে পড়ে, ফলে ব্রিটেনের ম্যাকলাড়েন রেইসিং টিম তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নেয়।
ছয়বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন এই প্রেক্ষিতে ইভেন্ট চালিয়ে নেয়ার বিষয়ে 'বিস্ময়' প্রকাশ করলে রেসিং বাতিলের পক্ষে আয়োজকদের আরো চাপে ফেলে।
সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে জনসমাগম হয় এমন সব ইভেন্ট বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নাটকপাড়া ব্রডওয়ে বন্ধ করে দেয়া হয়েছে, এনবিএ সিজন বাতিল এবং বিশাল কোচেলা মিউজিক ফেস্টিভ্যাল স্থগিত করা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ায় টাসমানিয়ার ডার্ক মোফও ফেস্টিভ্যাল বাতিলের ঘোষণা দেয়া হয়েছে, বিতর্ক চলছে সিডনি ইস্টার শো, এনআরএল এবং এএফএল গেমস, এবং এনজেক ডে ইভেন্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা।
গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৩৯ জনের COVID-19 ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: