বাংলাদেশে খেলতে যাবে কি অস্ট্রেলিয়া ?

অস্ট্রেলিয়ার বনাম বাংলাদেশের টেস্ট সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।আগেই বাংলাদেশে টেস্ট খেলতে যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়ার। এবার বিসিবি চূড়ান্ত করলো সফর সূচি। তবে বর্তমানের করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বাংলাদেশে যাবে কি না তা নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ আছে

Bangladesh vs Australia test

Source: Facebook

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) দেয়া ঘোষণা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশে যেতে পারে অজি ক্রিকেটাররা। ভারত ও পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ না খেললেও মূল সিরিজ শুরুর আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যদিও সে ম্যাচের সূচি বা ভেন্যু সম্পর্কে কিছু বলেনি বিসিবি। যদি এ ম্যাচটি মাঠে গড়ায় ,তাহলে এটাই হবে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বাংলাদেশে চারদিনের প্রস্তুতি ম্যাচ ।

বিসিবির সূচি অনুযায়ী ১১ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।এরপর ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে গিয়েছিলো অস্ট্রেলিয়া। সেবার ১-১ ব্যবধানে ড্র হয়েছিল টেস্ট সিরিজ।

এবারের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতলে বাংলাদেশ পাবে ৬০ পয়েন্ট । আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে পাবে পুরো ১২০ পয়েন্ট। চারদিনের প্রস্তুতি ম্যাচ হবে জুনের প্রথম সপ্তাহ তবে তারিখ জানানো হয়নি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম হবে প্রথম টেস্ট ম্যাচ ১১-১৫ জুন। দ্বিতীয় টেস্ট ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় ১৯-২৩ জুন।


Share
Published 11 March 2020 10:41pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends