ধাক্কা খেলো আইপিএলের ১৩ এডিশন

এর মধ্যেই শুরুর আগেই ধাক্কা খেয়েছে আইপিএলের ১৩ এডিশন।করোনাভাইরাস আতঙ্কে ২৯ মার্চ মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Kohli fumes after 'ridiculous' umpiring gaffe in IPL

(Reuters) Source: Reuters

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আশ্বাস দিলেও শুরুর আগে ব্যাকফুটে আইপিএলের এবারের আসর।২৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে চলার কথা ২০২০ আইপিএলের। খবর অনুযায়ী এই ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিবসেনা গভর্নমেন্ট।

একত্রে বহু মানুষের সমাবেশে করোনাভাইরাস ছড়াতে পারে এই আতঙ্কে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।একসঙ্গে কয়েক হাজার মানুষ গ্যালারিতে বসে খেলা দেখলে ভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই জন্য উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে শিবসেনা সরকার।

ইতিমধ্যে বিদেশি ক্রিকেটারদের ১৫ মে পর্যন্ত ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।এই পরিস্থিতিতে আইপিএল ২০২০-তে বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই।বিসিসিআই-এর আধিকারিক জানিয়েছেন,আইপিএল-এ যে সমস্ত বিদেশি ক্রিকেটার খেলতে আসেন,তাঁরা বিজনেস ভিসা ক্যাটেগরিতে পড়েন।সরকারি নির্দেশ অনুযায়ী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁরা ভারতে আসতেই পারবেন না।এই পরিস্থিতিতে ১৪ মার্চ মুম্বইয়ে বৈঠকে আইপিএল ২০২০-র ভাগ্য নির্ধারিত হবে।

 


Share
Published 12 March 2020 10:07pm
By Partha Mukhapadhdhaya
Presented by Abu Arefin

Share this with family and friends