মোহাম্মদ শাহে জামান টিটু বলেন,
“আর্নিমার বাবা-মা’কে আমি সহায়তা করছি। আমি তাদের পক্ষ থেকে লাশ রিসিভ করা, জানাজা ও দাফনের বিষয়ে দৌঁড়াদৌঁড়ি করছি।”
তিনি আরও বলেন,
“আগামীকাল মঙ্গলবার দুপুর বারটার দিকে জানাজার নামাজ আদায় করা হবে। জানাজার নামাজ হবে রুকউড কবরস্থানের সেকশন ৮ এ।”
ওয়েস্টার্ন সিডনির নর্থ প্যারামাটার পেনান্ট হিলস রোডের একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ৩০ জানুয়ারি, ২০২২ আর্নিমা হায়াতের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিস।
এরপর, তার পার্টনার মেরাজ জাফরের (২০) খোঁজ করে পুলিস। মেরাজ ব্যাংকসটাউন পুলিস স্টেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনি বা আপনার পরিচিত কেউ যদি পারিবারিক এবং ঘরোয়া সহিংসতার শিকার হন, তাহলে 1800RESPECT বা 1800 737 732 নম্বরে কল করুন বা 1800RESPECT.org.au-এর ওয়েবসাইট দেখুন। জরুরি প্রয়োজনে 000 নম্বরে কল করুন।
If you or someone you know is impacted by family and domestic violence, call 1800RESPECT on 1800 737 732 or visit . In an emergency, call 000.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: