ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন ক্রিকেট ইতিহাসের সবাইকে।
সাকিব ৩০০০ রানের ক্লাবের সদস্য হয়েছিলেন বেশ আগেই। ২০০ উইকেট তাকে জায়গা করে দিল অভিজাত ক্লাবে, সাকিবসহ যে ক্লাবের সদস্য এখন ১৪ জন। তবে সবচেয়ে কম টেস্ট খেলে সেখানে পৌঁছালেন সাকিব।
ওয়েস্ট উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কিয়েরন পাওয়েলকে আউট করে ২০০ উইকেট পূর্ণ করেন সাকিব।
বাংলাদেশিদের মধ্যে সাকিবের ধারে-কাছেও কেউ নেই। তার পরে সর্বোচ্চ উইকেটের মালিক সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। তিনি নেন ১০০ উইকেট। ৮৮ উইকেট নিয়ে তৃতীয়তে আছেন তাইজুল ইসলাম।
২০০ উইকেট নিতে সাকিবকে খেলতে হয়েছে ৫৪ ম্যাচ। তিনি দশ উইকেট পেয়েছেন ২ বার, পাঁচ উইকেট নিয়েছেন ১৮ বার এবং চার উইকেট করে পেয়েছেন ৮ বার। সাকিবের ইকোনোমি রেট তিন করে।
সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট ছুঁয়েছেন টেস্ট ইতিহাসের ৪৫ জন বোলার। তবে বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে দ্রুততম কেবল দুই জন। ৪৭ টেস্টে দুইশ ছুঁয়েছিলেন রঙ্গনা হেরাথ, ৫১ টেস্টে বিষেন সিং বেদি।