ব্যস্ত মানুষের জন্য 'প্ল্যান্নেরু'

Small Business

অনিন্দ মুখোপাধ্যায়। Source: Supplied

আগামী বছরের শুরুতে অনলাইনে আসছে অটোমেটিক টাইম ক্যালেন্ডার 'প্ল্যান্নেরু'। এই সফটওয়্যারের নির্মাতা হলেন, বাংলাভাষী তরুন ব্যবসায়ী অনিন্দ মুখোপাধ্যায়।


২০১৪ সালে উচ্চ শিক্ষার্থে সিডনি পাড়ি জমান ভারতের কলকাতার ছেলে অনিন্দ। নিজেকে নাইন টু ফাইভ চাকরির সময়সীমায় বেঁধে না রাখার প্রত্যয় থেকেই নির্মাণ করেন প্ল্যান্নেরু। যা সহজ করবে দৈনন্দিন কার্যতালিকা।

"কোন কোম্পানিতে চাকরি করে নিজেকে একটা প্রোসেসের অংশ করতে চাই না। আমার আইডিয়াকে নিজ হাতে বাস্তবায়ন করতে চাই," বলেছেন অনিন্দ মুখোপাধ্যায়।

বাংলায় পুরো সংবাদ শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।


Share