বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে
Source: SBS
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দুই এই গোষণা দেয়া থেকে সরে এসেছিলো। বিশ্বময় এই ভাইরাস টি ছড়াতে থাকলে অবশেষে তারা এই জরুরি অবস্থা জারি করেন। এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। চীনের বাহিরে এই ভাইরাসটিতে সংক্রমিত বেশিরভাগ মানুষ হয় উহান শহর ভ্রমণ করেছে অথবা এই ভাইরাস এ আক্রান্ত কারো সংস্পর্শে এসেছে। বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে এই ভাইরাস এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে না পরে সে ব্যাপারে সতর্ক থাকার সুপারিশ করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে চাপ দিন।
Share