ক্রাইস্টচার্চের মসজিদে আল নূরে নিয়মিত জুম্মার নামাজ পড়তে যেতেন মোহাম্মদ ফয়সাল। এটি তার কর্মস্থল থেকে প্রায় পাঁচ মিনিটের ড্রাইভিং দূরত্বে অবস্থিত। ১৫ মার্চ শুক্রবারও তিনি যথারীতি জুম্মার নামাজ পড়তে যান। সাধারণত তিনি নামাজের ১০-১৫ মিনিট আগে যান। সেদিন তিনি একটু আগে-ভাগেই চলে যান।
তিনি বলেন, “সেদিন আমি আধা-ঘণ্টা আগে যাই।”
মসজিদ কমপ্লেক্সের ভেতরে তিনি গাড়ি পার্ক করেন। তিনি সাধারণত তার কর্মক্ষেত্রের এবং ব্যক্তিগত উভয় মোবাইল ফোনই গাড়িতে রেখে যান। সেদিন তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন সেটটি সঙ্গে করে মসজিদে নিয়ে যান।
Md Faysal Source: Supplied
মসজিদে প্রবেশের পর তিনি ওযুখানায় যান ওযু করতে। তখনই তিনি বিকট একটি শব্দ শোনেন। তিনি ভেবেছিলেন কোথাও বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু, বার বার একই রকম শব্দ শোনার পর তিনি অনুধাবন করেন যে, এগুলো বন্দুকের গুলির শব্দ।
এর পর তিনি নিউ জিল্যান্ডের ইমার্জেন্সি সার্ভিসে ফোন করেন।
নিউ জিল্যান্ডে মসজিদে হামলার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফয়সালের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।