‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাহবুব হাসান বাহার।
অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,
“খুবই যুক্তিযুক্ত। আমি বলব, এটা আমাদের কর্তব্য পর্যায়ে পড়ে।”
“আমাদের বাংলাভাষী, বাংলাদেশী অস্ট্রেলিয়ান যারা আছি, আসলে আমাদের needs, wants, demand এগুলি আমাদের পক্ষ থেকে কাউকে না কাউকে convey করা দরকার আছে।”
সেজন্য রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট হওয়া দরকার আছে বলে মনে করেন তিনি। নাগরিক হিসেবে এই দেশের সেবা করার প্রতিও জোর দেন তিনি।বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এ প্রসঙ্গে তিনি বলেন,
Mahbub Hassan Bahar, CA. Source: Mahbub Hassan Bahar, CA.
“আসলে যেভাবে চলতেছে রাজনীতিটা, এখানে আমাদের দেশের রাজনীতিটা, এটা এভাবেই যদি চলতে থাকে, তাহলে আমি বলব, কোনোই দরকার নাই।”
“কোনোই দরকার নাই। কারণ, এ ধরনের পার্টিগুলি আসলে এখানে নেক্সট জেনারেশনের কাছে কোনো রকমই আবেদন সৃষ্টি করতে পারতেছে না। বা পারবেও বলে মনে হচ্ছে না। কারণ, আসলে তাদের কোনো ইন্টারেস্ট নাই।”
“আমাদের এ দেশের মাটিতে আসলে এ দেশের মতো করে পলিটিক্যাল চর্চাটা করাই ভাল। এ দেশের মাটিতে বাংলাদেশের মতো মন-মানসিকতা নিয়ে রাজনীতি না করার জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে।”
ভবিষ্যত প্রজন্মকে রাজনীতি-সচেতন করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন তিনি।
মাহবুব হাসান বাহারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।