সালমান আরিফ একজন বিনিয়োগকারী, যিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন এবং নিজেও বিনিয়োগ নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি এসবিএস বাংলার সাথে কথা বলেছেন বিনিয়োগকারী হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে।
(বিশেষ দ্রষ্টব্যঃ এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা শুধুমাত্র সাধারণ তথ্য। বিনিয়োগ নিয়ে অধিকতর পরিকল্পনা ও পরামর্শের জন্য পেশাদার আর্থিক পরামর্শকদের সাথে যোগাযোগ করতে অনুরোধ যাচ্ছে।)
মিঃ সালমান মনে করেন, স্টক মার্কেটে রিটার্ন ব্যাংকের তুলনায় বেশি, তবে এতে ঝুঁকিও আছে। তবে তিনি বিনিয়োগের জন্য বহুবিধ খাত বেছে নেয়ার পক্ষপাতি।
তিনি বলেন, বিনিয়োগের জন্য রিটার্ন এবং রিস্ক দুটোই বুঝতে হবে। রিটার্নের সম্ভাবনা কম, কিন্তু রিস্ক বেশি এধরণের খাতে বিনিয়োগ না করাই ভালো।মিঃ সালমান বলেন, বিনিয়োগের জন্য নির্দিষ্ট কোন অঙ্ক নেই। কিছু এপ আছে যারা বিনিয়োগকারীদের জন্য ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করে, সেখানে যে কেউ ছোট অঙ্ক দিয়ে শুরু করতে পারেন।
Salman Arif Source: Salman Arif
কিন্তু প্রশ্ন হচ্ছে ঐসব এপগুলো কতটা বিশ্বাসযোগ্য?
এ প্রসঙ্গে তিনি বলেন, এপগুলোতে আস্থা রাখতে দেখতে হবে তারা কোন কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে, তাদের অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার () এবং ফাইনান্সিয়াল লাইসেন্স আছে কিনা, তারা এসিক ()-এর সাথে রেজিস্টার্ড কিনা। কোন প্রতিষ্ঠান ASIC বিধি দ্বারা নিয়ন্ত্রিত হলে তাদের ওপর আস্থা রাখা যায়।
মিঃ সালমান বলেন, স্টক মার্কেটে বিনিয়োগে সাফল্য পেতে প্রচুর পড়াশোনা করা প্রয়োজন, নিয়মিত মার্কেটের খোঁজ খবর রাখা এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য সম্পর্কে হালনাগাদ থাকা উচিত।
মিঃ সালমান আরিফের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও লিংকে ক্লিক করুন।
আরো দেখুনঃ