কোভিড-১৯ টিকাদান কর্মসূচির পরবর্তী ধাপে প্রবেশ করছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জাতীয় ওষুধ নিয়ন্ত্রক দ্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ) পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার টিকার সাময়িক অনুমোদন দিয়েছে।
ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, ১০ জানুয়ারি থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বহু বাবা-মায়েরা।
এটি ব্যবহারের উপযোগী করা নিশ্চিত করতে ব্যাচ টেস্টিং টিম এ নিয়ে কাজ করবে ক্রিসমাস ও নিউ ইয়ারের সময়ে।
ডোজ হিসেবে প্রাপ্ত-বয়স্কদেরকে যতোটুকু প্রদান করা হয়, তার তিন ভাগের এক ভাগ প্রদান করা হবে শিশুদের ক্ষেত্রে।
দুর্ঘটনাবশতও যেন কখনও অতিরিক্ত ডোজ প্রদান করা না হয়, সেটা নিশ্চিত করতে পরিষ্কার পার্থক্য-সূচক অরেঞ্জ-ক্যাপড ভায়োলসে করে এটি সরবরাহ করার কথা বলেন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রফেসর জন স্কেরিট।
ছয় থেকে ১১ বছর বয়সীদের কোভিড টিকার জন্য একটি ভ্যাকসিনের অনুমোদন চেয়ে আবেদন করেছে মডার্না। ফেডারাল সরকার বিষয়টি বিবেচনা করছে।
ইতোমধ্যে এর সরবরাহের জন্য চুক্তি প্রস্তুত করা হয়েছে। সরকার এটি অনুমোদন করা মাত্র যেন সরবরাহ করা সম্ভব হয়।
ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ বলেন, আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরালো হবে। মে মাসের বাজেটের সময়ে সরকার যে পূর্বাভাস দিয়েছিল এটি তার চেয়েও বেশি জোরালো হবে।
READ MORE
অস্ট্রেলিয়ায় বেকারত্ব বাড়ছে
ফেডারাল ট্রেজারার বলেন, অর্থনীতি ও রাজস্বের মিড-ইয়ার বা মধ্য-বার্ষিক রূপরেখা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর।
কোভিড-১৯ এর ডেল্টা ধরনের কারণে যে লকডাউন জারি করা হয়েছিল, তাতে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হয়।
এবিসি ইনসাইডার অনুষ্ঠানে মিস্টার ফ্রাইডেনবার্গ বলেন, অর্থনীতি এখন জোরালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে।
শনিবার ক্যানবেরায় পার্লামেন্টের একজন কর্মীর কোভিড-১৯ সংক্রমণ সনাক্ত করা হয়। এর পর গ্রিনস নেতা অ্যাডাম ব্যান্ড-এর কোভিড টেস্ট করা হলে তার রেজাল্ট নেগেটিভ আসে।
এই ঘটনায় ডিপার্টমেন্ট অফ পার্লামেন্টারি সার্ভিস পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করেছে।
শনিবার জনগণের জন্য তাৎক্ষণিকভাবে ভবনটি বন্ধ করে দেওয়া হয়। চার মাস বন্ধ রাখার পর সেদিনই তা জনগণের জন্য খুলে দেওয়ার কথা ছিল।
ভিক্টোরিয়া সরকার শিশুদের পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রমের জন্য ১১৩ মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে। কোভিড-পূর্ববর্তী সময়ের মতো, ২০২২ সালে শিশুরা যেন ক্যাম্পিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, সেজন্য এই উদ্যোগ।
স্কুল হলিডেজ ও স্কুল টার্মের সময়ে ক্যাম্পের জন্য ব্যয় করা হবে ৮৪.৩ মিলিয়ন ডলার।
প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, কোভিড-১৯ এর কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যে-সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, সে-রকম সরকারি ও নিম্ন-ফিজের বেসরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের প্রতি মনোযোগ দেওয়া হবে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।