টেকনোলজি ব্যবহার করে এই মহামারী থেকে কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে - খন্দকার সালেক সুফী

second wave infections, COVID-19, Australia, restrictions, relax

As Australia starts to loosen its own restrictions and moves towards a "new normal" by July - warning signals come from Germany and South Korea. Source: AAP

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বদলে গেছে বিশ্বের অনেক কিছু প্রভাব পড়েছে ,জীবনযাত্রায় , অর্থনীতির উপর সবচাইতে বেশি আঘাত এসেছে। তারপর জীবন থেমে নেই। মহামারীর এই দুর্যোগ ধীর লয়ে কমতে শুরু করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মহামারী আবারো ফিরে আসতে পারে তাই এখনো সতর্ক থাকতে হবে।এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ইঞ্জিনিয়ার সালেক সুফীর সঙ্গে যিনি International energy consultant এবং সাবেক Energy Specialist- Monash University ইঞ্জিনিয়ার সালেক সুফীর বলেছেন কিভাবে টেকনোলজি ব্যবহার করে এই মহামারী থেকে কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Engineer Khondkar Saleque
Engineer Khondkar Saleque Source: Facebook

Share