ভারতে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে সিডনিতে প্রতিবাদ

Women protest against the Hijab ban

Women protest against the Hijab ban. Source: SBS

স্কুলে হিজাব পরিধান করা নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারতে প্রতিবাদে সরব হয়েছে কম-বয়সী নারীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ওয়েস্টার্ন সিডনিতে সম্প্রতি কর্মসূচিতে যোগ দিয়েছে প্রতিবাদকারীরা। তথাকথিত হিজাব ব্যান-কে চ্যালেঞ্জ করা হয়েছে ভারতের কর্ণাটকের হাই কোর্টে। এ বিষয়ে শুনানি চলছে।


দক্ষিণ ভারতের কর্ণাটকে স্কুল-ছাত্রীদের হিজাব পরে ক্লাসে আসা বন্ধ করা হয়েছে। সেখান থেকে বহু দূরে ওয়েস্টার্ন সিডনিতে সম্প্রতি কর্মসূচি পালন করেছে প্রতিবাদকারীরা।

শান্তিপূর্ণভাবে তারা র‌্যালি করেছে। বিশ্বের বহু দেশেই এ রকম প্রতিবাদ-মিছিল হয়েছে। 

তথাকথিত হিজাব ব্যানকে চ্যালেঞ্জ করা হলে তার ওপরে একটি রুল প্রদানের প্রস্তুতি নিচ্ছে ভারতের হাই কোর্ট।
কর্ণাটক রাজ্যে সরকারি স্কুলগুলোতে মুসলমান ছাত্রীদেরকে মাথায় হিজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ করা হয়। বলা হয় যে, হিজাব স্কুল-ইউনিফর্মের অংশ নয়। 

সিডনিতে এর প্রতিবাদকারীরা বলেন, ভারতে হিজাব পরিধান নিষিদ্ধ করার ঘটনাটি অসাংবিধানিক। আর, এর মাধ্যমে অন্যায়ভাবে মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে।

কিন্তু, একটি অলাভজনক বৈশ্বিক সংগঠন ভারত সরকারের এই অবস্থানের সঙ্গে জোরালোভাবে একমত পোষণ করছে। বেদিক গ্লোবালের ডাইরেক্টর, রাকেশ রায়জাদা বলেন, ধর্মীয় চর্চা বাড়িতেই করা উচিত। আর, স্কুল ইউনিফর্ম হলো স্কুল ইউনিফর্ম। 

সিডনির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী, আনহার করিম বলেন, এই নিষেধাজ্ঞা সম্পর্কে শোনার পর তিনি হতভম্ব হয়ে গেছেন। 

মিজ করিম বলেন, প্রতিদিন তিনি গর্বের সঙ্গে হিজাব পরিধান করে স্কুলে যান। 

দশম শ্রেণীর এই ছাত্রী বলেন, হিজাব পরা এবং স্কুলে যাওয়ার মধ্যে কোনো একটি বেছে নিতে কাউকে জোর প্রয়োগ করা যায় না। 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল-এর মিডিয়া অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ড্যানিয়া রৌমিয়াহ আশা করেন যে, ভারতের হাই কোর্ট অচিরেই এই নিষেধাজ্ঞা বাতিল করবে।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share