দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। চলছে সমর্থকদের সর্বাত্মক প্রস্তুতি। হাতে এসেছে মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার টিকেট। এরিমধ্যে নিশ্চিত করা হয়েছে বিমানের টিকেটও। সবকিছু মিলে ফুটবল উম্মাদনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।
মাঠে বসে প্রিয় দল ব্রাজিলের সবক'টি খেলা দেখার ইচ্ছা থাকলেও, মাহবুব টিকেট পেয়েছেন মাত্রও একটি! "সাত ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থেকে টিকেট পেয়েছি মাত্রও দুইটি! যদিও ১৩টি টিকেটের জন্য আবেদন করেছিলাম," বললেন ফুটবল প্রেমী মাহবুব।
"আশাতো থাকবে ব্রাজিল ফাইনালে যাক এবং চ্যাম্পিয়ন হউক। কিন্তু আমি সুন্দর ফুটবল দেখতে চাই, সেটা যে দলই হউক।"শুধু যে খেলা দেখা তা কিন্তু নয়, বরং এ উপলক্ষে ইউরোপ ঘুরে দেখার পরিকল্পনাও আছে ফুটবলপ্রেমীদের।
Mahbub Choudhury. Source: SBS Bangla
"দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ক্ষতিগ্রস্ত দেশগুলো ঘুরে দেখতে চাই," বললেন সিডনি প্রবাসী বাংলাদেশি মাহবুব চৌধুরী।