২০১২ থেকে টি-টোয়েন্টির লড়াই হচ্ছে এশিয়া কাপে। টানা ছয়বার আধিপত্য বিস্তার করে শিরোপা জিতেছে ভারত। রোববার মালেয়শিয়ায় অনুষ্ঠিত সপ্তম আসরে সেই ভারতকে হারিয়েই এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশের দখলে।এ জয় আগামী প্রজন্মের নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করেন, মাহাবুবুর রহমান। "আরো বেশি টুর্নামেন্ট এবং সুযোগ পেলে দেশকে আরো অনেক সাফল্য এনে দিবে আমাদের মেয়েরা।" জয়ের ধারা অব্যাহত রাখতে ঘরোয়া ক্রিকেটে বাড়তি মনোযোগ দেয়ার পরামর্শ, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাহাবুবুর রহমান সেলিমের।
Bangladesh defeat India to win the women's T20 Asia Cup. Source: ICC
Mahbubur Rahman Salim. Source: Supplied
এসবিএস বাংলা