ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার প্রতি নানা রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশন) থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমা বিশ্বের এই পদক্ষেপ কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আদৌ কাজ করবে? সুইফটের কারণে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের ক্ষেত্রে শৃঙ্খলা কি বিঘ্নিত হবে বা ভেঙে পড়বে? এসবিএস বাংলার সঙ্গে এসব নিয়ে কথা বলেছেন কানাডার টরনটো প্রবাসী সার্টিফায়েড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার নিরঞ্জন রায়।