কুইন্সল্যান্ড প্রিমিয়ার আন্নাস্টেসিয়া প্যালাসই তৃতীয় মেয়াদ জনতার রায় পেয়েছেন

Coronavirus, COVID-19, NACA Feature, Queensland State Election,

Queensland Premier Annastacia Palaszczuk (right) hugs her father Henry Palaszczuk after winning the Queensland State election. Source: AAP

সদ্য নির্বাচিত কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আন্নাস্টেসিয়া প্যালাসই ইতিহাস তৈরি করেছেন - অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে একমাত্র নারী যিনি তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন।বিশ্বব্যাপী মহামারী পরিচালনার মাধ্যমে রাজ্য নির্বাচনে কুইন্সল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ সরকার নিয়ে লেবার পার্টি প্রত্যাবর্তনের পথে রয়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


আন্নাস্টেসিয়া প্যালাসই - যিনি একসময়ে 'দুর্ঘটনাজনিত প্রিমিয়ার' নামে পরিচিত ছিলেন, তিনি তৃতীয়বার প্রথম নারী প্রিমিয়ার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন।কুইন্সল্যান্ডের ভোটাররা করোনা ভাইরাস মহামারী পরিচালনার বিষয়ে গণভোট হিসাবে ব্যাপকভাবে এই নির্বাচনে মিস আন্নাস্টেসিয়া প্যালাসইকে স্পষ্ট সমর্থন জানিয়েছে।মিসেস প্যালাসই বলেন যে ভোটাররা তার উপর যে আস্থা রেখেছেন তা তিনি বিশ্বাসঘাতকতা করবেন না ।

পোস্টাল ভোটের ফলাফলগুলি ১০ দিনের সময়কালে অব্যাহত থাকবে, তবে শনিবার ৭০ শতাংশ ভোট গণনা করা হয়েছে এতে লেবার ৫২ টির মতো আসন ধরে রাখার পথে রয়েছে। আগের সংখ্যার চেয়ে চারটি আসন বেশি।
চেম্বারের ৯৩ টি আসনের মধ্যে লিবারেল ন্যাশনাল পার্টি ৩৪ টি আসন ধরে রাখতে সমর্থ হতে পারেন । এই সংখ্যা অনুযায়ী তারা চারটি আসন হারাচ্ছে।এই নির্বাচনে প্রথমবারের মতো কোনও রাজ্য বা ফেডারেল নির্বাচনে দু'জন নারী শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে।.

লিবারেল ন্যাশনাল পার্টির [[এল-এন-পি]] বিরুদ্ধে পাঁচ শতাংশ সুইং সত্ত্বেও, দলের নেতা দেব ফ্রেকলিংটন বলেন যে তিনি তার পদে থাকবেন।

লেবার এল-এন-পি বা অন্যান্য দলের কাছে অঞ্চলগুলির কোনও আসন হারায়নি এবং টাউনসভিল, কেয়ার্নস এবং রকহ্যাম্পটনের মূল আসনগুলো ধরে রেখেছে ।

গ্রিনের বর্তমানে দুটি আসন রয়েছে। গ্রিনস এমপি অ্যামি ম্যাকমাহন প্রাক্তন ডেপুটি প্রিমিয়ার জ্যাকি ট্রাড এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ ব্রিসবেনের আসনটি জিতেছেন।ওয়ান ন্যাশন একটি আসনে ধরে রেখেছে , এবং ক্যাটারস অস্ট্রেলিয়ান পার্টির রয়েছে তিনটি আসন ।
এবং সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনগুলিতে উদারভাবে ব্যয় করেও ক্লাইভ পামারের ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি কোনও আসন পেতে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন রবিবার সকালে টেক্সট ম্যাসেজের মাধ্যমে পুনর্নির্বাচিত প্রিমিয়ার কে অভিনন্দন জানিয়েছেন।
ফেডারেল সরকার নিয়মিতভাবে সীমান্ত বন্ধের বিষয়ে কুইন্সল্যান্ডের নীতির সমালোচনা করেছে।ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন যে তিনি আশা করছেন কুইন্সল্যান্ড চিকিৎসার কারণে সীমানা খোলার পর্যালোচনা অব্যাহত রাখবেন।

ফেডারাল লেবার লিডার অ্যান্টনি আলবানিজ বলেন যে তিনি প্যালাস্কজুকের নেতৃত্বে পাশেই রয়েছেন।

প্রিমিয়ার বলেন যে তিনি রাজ্যের অর্থনৈতিক পুনর্জাগরণ,ও মহামারী-পরবর্তী নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন ।


আরো আপডেটের জন্য অনুগ্রহ করে কুইন্সল্যান্ড নির্বাচনী কমিশন এর যোগাযোগ করুন।

 


Share