নুসরাত জাহান স্মৃতি ও তার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনী এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মূলত দু’টি বিষয়ে: সন্তান কার সঙ্গে মেলামেশা করবে সেটা কি বাবা-মা নির্ধারণ করতে পারেন? আর, সন্তানের বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেই বা বাবা-মা কতোটুকু ভূমিকা ও প্রভাব রাখতে পারেন?
নুসরাত জাহান স্মৃতি বলেন,
“আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার বাবা-মায়ের সাথে আমার বন্ধুদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছিলাম।”
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
তিনি আরও বলেন, বাচ্চারা কাদের সঙ্গে মিশছে সে বিষয়ে খেয়াল রাখাটা গুরুত্বপূর্ণ।
তার মতে, “আমাদের পারিবারিক ঐতিহ্য বলেন বা বাংলাদেশী ঐতিহ্য বলেন, আমরা চাই সবসময় বাবা-মায়ের কাছে বাচ্চারা ছোটই থাকুক। বড় হিসেবে দেখতেই পারি না, এটা হচ্ছে বাবা-মায়েদের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য।”
“যদি বাবা-মা বাচ্চাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে, তবে কিন্তু বাচ্চাদের সাথে, তারা বড় হওয়া পর্যন্ত, একটা সুসম্পর্ক গড়ে উঠে এবং মত-বিনিময় করার সুযোগটা পায়।”
নুসরাত জাহান স্মৃতির মতে, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।
“কখনই কড়া মেজাজে, শাসন করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু কিছু করা যাবে না। আলোচনা করে, বুঝিয়ে সব কাজে অগ্রসর হতে হবে।”
তিনি আরও বলেন, মতামত নেওয়ার বিকল্প কিছু নেই। পারিবারিকভাবে বসে খোলাখুলিভাবে কথা বলতে হবে।নুসরাত জাহান স্মৃতির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
নুসরাত জাহান স্মৃতির মতে, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। Source: Nusrat Jahan Smriti
অস্ট্রেলিয়ায় সন্তান প্রতিপালন নিয়ে আমরা আপনার আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ এবং অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমাদেরকে ইমেইল করুন [email protected] ঠিকানায় কিংবা যোগাযোগ করুন এসবিএস বাংলার ফেসবুক পেজে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: