১ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান কোভিডসেফ ট্রেসিং অ্যাপ ডাউনলোড করেছেন

The government’s new COVIDSafe voluntary tracing app

The Australian Government's new voluntary coronavirus tracing app 'COVIDSafe' Source: AAP

সম্প্রতি সরকার কোভিড-সেফ ট্রেসিং অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ানরা ভাল সাড়া দিয়েছে। গত রবিবার এটি চালু করার পর ডাক্তার, নার্স, বিজনেস এবং ব্যাংকিং গ্রুপগুলো এই ভলান্টিয়ার অ্যাপটির সমর্থন করেছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


কোভিড-১৯ সংক্রমণ ছড়ানো প্রতিরোধে গত রবিবার সরকার একটি মোবাইল অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে। এটি চালু করার এক ঘণ্টা পর ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট টুইটারে ঘোষণা করেন যে, কমপক্ষে এক মিলিয়ন অস্ট্রেলিয়ান এটি ডাউনলোড করেছেন।
কোভিড-সেফ মোবাইল অ্যাপটি ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে কাজ করে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার বিষয়ে এটি তথ্য সংগ্রহ করবে।

মিস্টার হান্ট বলেন, যারা তাদের প্রাইবেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন, তারা চাইলে নিবন্ধনের সময়ে ফেক নেম বা নকল নাম ব্যবহার করতে পারবেন।সরকার আশা করছে যে, এই কন্টাক্ট ট্রেসিং অ্যাপটির ব্যবহার এবং ব্যাপকভাবে টেস্টিং করার মাধ্যমে তারা অর্থনৈতিক শাটডাউন আগেভাগেই শিথিল করতে পারবে।

অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টনি বার্টনি বলেন, এই বৈশ্বিক মহামারীর প্রতিরোধে অস্ট্রেলিয়ার ভূমিকার ক্ষেত্রে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফাউন্ডেশন-এর ন্যাশনাল সেক্রেটারি অ্যানি বাটলার একজন রেজিস্টার্ড নার্স। তিনি বলেন, তিনি এই অ্যাপটি ডাউনলোড করবেন।

এই অ্যাপটির পিছনে বিজনেস কাউন্সিল অফ অস্ট্রেলিয়াও সহায়তা করেছে। এই প্রতিষ্ঠানটির চিফ একজিকিউটিভ জেনিফার ওয়েস্টাকোট বলেন, যতো বেশি সংখ্যক অস্ট্রেলিয়ান এটি ডাউনলোড করবেন আমরা ততোই নিরাপদ হবো এবং আরও দ্রুত আমরা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে পারবো।

অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের একটি নতুন গবেষণায় দেখা গেছে, ৪৫ শতাংশ অস্ট্রেলিয়ান বলেছেন, তারা এই মোবাইল অ্যাপটি ব্যবহার করবেন। আর, ২৮ শতাংশ বলেছেন, তারা এটি ব্যবহার করবেন না।আর, বাকি ২৭ শতাংশ বলেছেন, তারা ব্যবহার করবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন।

আপনার ভাষায় করোনাভাইরাসের আপডেট পেতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।

 


Share