২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাতশ’ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই শরণার্থী সঙ্কটের বছরপূর্তিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে বলেন,
“আমরা আশাবাদী রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে পারবে। এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, তারা ফিরে যাবে।”আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টস এক বিবৃতিতে বলেছেন,
Rohingya children enjoy a ride on a merry-go-round during Eid al Adha celebration at Kutupalong refugee camp, Bangladesh, Wednesday, Aug. 22, 2018. Source: AP Photo/Altaf Qadri
“দেশে ফেরা শরণার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি মিয়ানমার সরকার দিয়েছিল, প্রত্যাবাসিত রোহিঙ্গাদের নির্যাতন সেই প্রতিশ্রুতিকে মিথ্যায় পর্যবসিত করেছে।”
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।