রিজিওনাল অস্ট্রেলিয়ায় অভিবাসন কর্মসূচি সফল করতে আরও উদ্যোগ দরকার

Canola crops blooming near Corop, Victoria

Corop, Victoria Source: AAP

রিজিওনাল মাইগ্রেশন নিয়ে একটি তদন্তে অস্ট্রেলিয়ায় কিছু অংশ জুড়ে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস এবং দীর্ঘমেয়াদী সেটলমেন্টকে কীভাবে উৎসাহ দেওয়া যায় তা অনুসন্ধান করা হচ্ছে। ফেডারাল সরকারকে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছে সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল। তারা সতর্ক করে বলেছে যে, জনসংখ্যা নীতিটি প্রচেষ্টা ছাড়া অনুধাবন করা যাবে না।


অস্ট্রেলিয়ায় রিজিওনাল ভিসাধারীদের সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছরে আরও ৩,৫০০ ভিসার অনুমোদন দেওয়া হয়েছে।

অভিবাসীদের গন্তব্যের শীর্ষস্থানে রয়েছে সাউথ অস্ট্রেলিয়া। অন্যদিকে, কুইন্সল্যান্ডেও এ সংখ্যা বেড়েছে।

জয়েন্ট স্ট্যান্ডিং কমিটি অন মাইগ্রেশন এর চেয়ার, সিনেট এনকোয়ারির প্রধান, লিবারাল এমপি জুলিয়ান লেসার বলেন, নবাগত অনেক অভিবাসী মনে করেন যে, ঐসব জায়গায় কাজের অনেক সুযোগ রয়েছে।

নভেম্বর মাসে দুটি নতুন স্কিলড রিজিওনাল প্রভিশনাল ভিসা চালু হচ্ছে। এগুলোর একটিতে এমপ্লয়ার স্পন্সরশিপের সুযোগ থাকছে।

২০২২ সালের শেষ নাগাদ তাদের জন্য পার্মানেন্ট রেসিডেন্স ভিসার সুযোগ থাকবে যারা এই প্রভিশনাল স্কিমের অধীনে রিজিওনাল অস্ট্রেলিয়ায় বসবাসের এবং কাজ করার বিষয়টি প্রমাণ করতে পারবেন।

ফেডারাল সরকার বলছে, যারা এখন এই ভিসায় আছেন এবং যারা আগামী মাসের আগে ভিসার আবেদন জমা দিবেন তাদের আবেদনগুলো বিদ্যমান সাধারণ নিয়মে বিবেচনা করা হবে।

ইতোমধ্যে অনেকের এই ভিসা প্রাপ্তির সুযোগ হয়েছে।

তাদের মধ্যে কেউ কেউ সিনেট কমিটির কাছে তাদের সংশয় তুলে ধরেছেন। কেউ কেউ বলছেন, রিজিওনাল এলাকায় পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুযোগ-সুবিধা নেই। তারা ইমিগ্রেশন বন্ধ করার কথাও বলেছে।

অভিবাসী ও শরণার্থীরা রিজিওনাল অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে, ফেডারেশন অফ এথনিক কমিউনিটিস কাউন্সিলস অফ অস্ট্রেলিয়া।

তারা আরও মনে করে, রিজিওনাল অস্ট্রেলিয়ায় অভিবাসন সফল করার জন্য একটি টেকসই মডেল তৈরি করতে হবে।

 

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

Follow SBS Bangla on .

Share