এ্যাডিলেইডে বাসা- বাড়িতে ঈদ বাজার নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

Eid Shopping

Eid Shopping. Source: Supplied

নতুন পোশাকে ঈদ করতে, দেশ থেকে প্রিয়জনরা পার্সেল করে পাঠিয়েছেন ঈদ উপহার। আবার অনেকেই পরিবার- পরিজনের সাথে ঈদ করতে পৌঁছেছেন বাংলাদেশে। বলছিলাম এ্যাডিলেইড প্রবাসী বাংলাদেশীদের কথা। সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশীদের ঈদ প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মাহবুব সিরাজ তুহিন। পুরো কথোপকথন শুনতে অডিও লিংকে ক্লিক করুন।


সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কম্যুনিটি এসোসিয়েশনের চেয়ারপার্সন মাহবুব সিরাজ তুহিন। তিনি জানালেন, এ্যাডিলেইড প্রবাসী বাংলাদেশীদের একটা বড় অংশ দেশে যাচ্ছে ঈদ করতে। আর যারা থাকছেন, তাদের অনেকেই শপিং করছেন কম্যুনিটির ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে। অনলাইন শপিং আস্থা রাখছেন অনেকেই। 

রমজান মাস জুড়ে এ্যাডিলেইডে অসংখ্য ইফতার পার্টির আয়োজন করেন প্রবাসী বাংলাদেশীরা। "এ রমজানে প্রতিটি বাংলাদেশী তাদের বাসায় ইফতারের আয়োজন করে," বলেছেন মাহবুব। 
Ramdan
Iftar party organised by Bangladeshi community organisation BASSA. Source: Supplied
এ্যাডিলেইডের বাংলা দোকানগুলোতেও ইফতারের আয়োজন ছিল বলে জানান, মাহবুব সিরাজ তুহিন।
Waumini washiriki katika Iftar
Iftar party arranged by Islamic Society of UniSA. Source: Islamic Society of UniSA.
এসবিএস বাংলা  পেইজ।

Share