বাংলা ভাষার মৌলিক কমিক্স বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চায় ‘ঢাকা কমিক্স’: মেহেদী হক

Dhaka comics cover

ঢাকা কমিক্সের প্রকাশিত কয়েকটি বইয়ের প্রচ্ছদ। Source: Supplied / Mehedi Haque

২০১৩ সালে যাত্রা শুরু করে সাফল্যের সাথে দশ বছর পথ চলা পূর্ণ করেছে বাংলাদেশের কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান ঢাকা কমিক্স। বাংলা ভাষার মৌলিক কমিক্স বিশ্বময় ছড়িয়ে দেয়ার উচ্চাশা নিয়ে কাজ করে চলেছে তারা।


ঢাকা কমিক্সের এই দশ বছরের পথ চলা নিয়ে এই প্রতিষ্ঠানের প্রকাশক ও কার্টুনিস্ট মেহেদী হকের সাথে কথা বলেছেন এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিব।

এখানে থাকছে সাক্ষাৎকারটির প্রথম পর্ব।
Mehedi Haque.jpg
ঢাকা কমিক্সের প্রকাশক ও কার্টুনিস্ট মেহেদী হক। Source: Supplied / Mehedi Haque
এই পর্বে তিনি কথা বলেছেন প্রকাশক হিসেবে তাঁর শুরুর দিনগুলো নিয়ে, সেই সাথে ঢাকা কমিক্সের বর্তমান কাজের পরিধি ও বৈচিত্র্য নিয়ে।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: 

Share