৭ মে সিডনি থেকে ঢাকা যাওয়ার প্লেনটির যাত্রা বাতিল করা হয়েছে
Source: stockphotos
৭ মে সিডনি থেকে মালেশিয়ান এয়ারলাইন্স যে প্লেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল প্রয়োজনীয় সংখ্যক যাত্রীর অভাবে তা বাতিল করা হয়েছে। আগামী ৮ মে শ্রীলংকান এয়ারলাইন্স এর একটি প্লেন মেলবোর্ন থেকে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।তবে এ ক্ষেত্রেও কমপক্ষে ১৭৫ জন যাত্রির প্রয়োজন। বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার প্রত্যক্ষ তত্বাবধানে এবং ভিক্টোরিয়ান বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশন এর সহযোগিতায় এই আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়। প্রাথমিক ভাবে ৩০০ জন বাংলাদেশে ফেরত যেতে তাদের আগ্রহ দেখালেও পরবর্তীতে তারা পিছিয়ে যান। ওই ফ্লাইটিতে কমপক্ষে ২৬০ জন যাত্রীর প্রয়োজন ছিল। এস বি এস বাংলাকে এ নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসাইন রেহান। সাক্ষাৎকারটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share