ক্যানবেরায় “অর্ডার অব অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান মইনুল হক

মইনুল হক.jpeg

ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য পেয়েছেন মইনুল হক। মুসলিম কমিউনিটিতে, বিশেষত, গাঙ্গালিন-এ মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। ২০০৫-২০০৭ সালে তিনি বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার প্রেসিডেন্ট ছিলেন। Credit: Mainul Haque

ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২৩ সালে OAM শ্রেণীতে “অর্ডার অব অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন জনাব মইনুল হক। এসবিএস বাংলার সঙ্গে কথা বলছেন তিনি।


মইনুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share