জবকিপার প্রোগ্রাম একটা লাইফ সাপোর্ট প্রোগ্রাম এর থেকে বেরিয়ে আসতে হবে - ডক্টর কাজী হক

Australian dollar notes in a plant pot. Australian unemployment rate is expected to reach over 10% amid Covid-19 crisis.

Bu akşam açıklanacak bütçenin 220 milyar dolar açık vermesi bekleniyor. Source: AAP Image/Florent Rols / SOPA Images/Sipa USA

প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে আগামীকালের বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।এর আগে স্কট মরিসন ন্যাশনাল প্রেস ক্লাবকে বলেন যে বিশ্বব্যাপী অর্থনীতি চলতি বছরে সাড়ে চার শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস রয়েছে - এটি গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময়কার অভিজ্ঞতার চেয়ে ৪৫ গুণ বেশি।সরকার ১.৫ বিলিয়ন ডলারের উত্পাদন পরিকল্পনা উন্মোচন করেছে।মিঃ মরিসন আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে মঙ্গলবার ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ বাজেট ঘোষণা করলে নতুন কোন ট্যাক্স ধরা হবে না।আনুমানিক ঘাটতি ধরা হয়েছে ২০০ বিলিয়ন ডলার এবং ঋন ৮০০ বিলিয়ন এর কাছাকছি পৌঁছে যাবে। প্রাক বাজেট ভাবনা নিয়ে আমরা কথা বলছি ডক্টর কাজী হক এর সাথে তিনি পোস্টডক্টরাল রিসার্চরার ইকোনমিক্স ডিসিপ্লিন,ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। রিসার্চ অ্যাসোসিয়েট সেন্টার ফর অ্যাপ্লায়েড ম্যাক্রোইকোনোমিক্সস এনালাইসিস(CAMA), অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। এর আগে তিনি রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ায় ইকোনোমিস্ট হিসাবে দায়িত্ব পালিত করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর ভিসিটিং রিসার্চার। ডক্টর হক ইউনিভার্সিটি অফ এডিলেড থেকে ইকোনমিক্স এ পিএইচডি করেছেন। ডক্টর কাজী হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Qazi Haque
Qazi Haque Source: Qazi Haque

Share