সেনসাস ফর্ম জমা দেওয়ার এটাই সময়

Census forms are now overdue.

Census forms are now overdue. Source: Getty

যারা এখনও সেনসাস ফর্ম জমা দেন নি তাদের অতিদ্রুত এটি জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স (ABS)। কারণ, এখন নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে।


অস্ট্রেলিয়ায় প্রায় ৭০ শতাংশ পরিবার তাদের সেনসাস ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। তবে, ABS বলছে, তারা অন্তত ৯৫ শতাংশ ফর্ম জমা হওয়া দেখতে চান। তাহলেই সেনসাসের একটি সমন্বিত চিত্র পাওয়া যাবে।

যে কোনো সেনসাস বা আদমশুমারির মতোই এ বারের সেনসাসে জিজ্ঞাসিত প্রশ্নগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য, সমালোচনা ও পরামর্শ রয়েছে।
অস্ট্রেলিয়ার এ বছরের সেনসাস ছিল প্রযুক্তিগত দিক দিয়ে একটি সাফল্য। অনলাইনের মাধ্যমে সহজে তথ্য পূরণ করতে পেরে বহু পরিবারই এর প্রশংসা করেছে। তবে, অস্ট্রেলিয়ান সমাজের কোনো কোনো অংশ অন্য কিছু কারণে সন্তুষ্ট নন।

সেনসাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে LGBTIQ+ কমিউনিটি। তাদের জীবন-যাত্রার বিষয়টি সেনসাসে উঠে আসে নি। আর, কোনো শিশুর প্যারেন্ট হিসেবে শুধু মা কিংবা বাবার কথা ছিল। ফলে সমলিঙ্গ দম্পতিরা এতে সহজে উত্তর প্রদান করতে পারেন নি।

সেনসাস ডাইরেক্টর ক্যারোলিন ডিনস বলেন, সে-সব দৃষ্টিভঙ্গির কথা শোনা হবে।

সমাজ-কর্মী জ্যাকি ব্রাউন বলেন, অন্যান্য প্রান্তিক লোকদের অবস্থানও যে রকম সংবেদনশীলতার সাথে পরিচালনা করা উচিত ছিল, সে রকম করা হয় নি।

এ বছরের সেনসাস নিয়ে ধর্মীয় দিক থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শরণার্থী সমর্থক ও সমাজ-কর্মী অ্যালেক্স ভাথাল অস্ট্রেলিয়ার শিখ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সেনসাস ফর্মে রিলিজিয়ন অংশে উত্তর হিসেবে “আদার” উল্লেখ করেন। কারণ, সেখানে অন্যান্য ধর্মের সাথে শিখ ধর্মের নাম উল্লেখ করা হয় নি।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় প্রায় ১২৬,০০০ শিখ আছেন। এই সম্প্রদায়ের স্বীকৃতির জন্য এটি গুরুত্বপূর্ণ।

সেনসাসে যারা বাদ পড়েছে কিংবা যারা সঠিকভাবে উপস্থাপিত হয় নি, তাদের সব ধরনের অধিকার আছে তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ করার। তবে, ক্যারোলিন ডিনস বলেন, সেনসাসের পরিকল্পনা প্রণয়নের কাজটি হালকাভাবে করা হয় না।

এ বছরের সেনসাস নিয়ে আরও একটি বড় সমালোচনা হলো, অংশগ্রহণকারীরা শুধুমাত্র দুটি অ্যানসেসট্রি বা পূর্ব-পুরুষের বিষয়ে উল্লেখ করতে পারছেন। কোনো কোনো অস্ট্রেলিয়ানের এর থেকেও বেশি অ্যানসেসট্রি থাকতে পারে। তবে, সেনসাস ডাইরেক্টর মিজ ডিনস মনে করেন, সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক প্রশ্নগুলো সঠিক ছিল।

মিজ ডিনস এসবিএস এর কাছে নিশ্চিত করেন যে, ২০২৬ সালের সেনসাস নিয়ে কাজ করার সময়ে এ বছরের সেনসাস নিয়ে আলোচিত দিকগুলো ও আপত্তিগুলো বিবেচনায় রাখা হবে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share