২০১৯ সালের ১৬ই অক্টোবর রাতে তরুণ বাংলাদেশী বংশোদ্ভূত আইটি বিশেষজ্ঞ শহীদ ইসলাম ব্রিসবেনে তার নতুন বাড়ির কিছু সংস্কার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু ভুল পথে বিপরীত দিক থেকে প্রচন্ড বেগে আসা একটি গাড়ির সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে মারা যান এক সন্তানের জনক শহীদ ইসলাম এবং অপর গাড়ির একজন যাত্রী। পরে জানা যায় সেই গাড়িটি ছিল চুরি করা এবং চালক ছিলেন মাদকাসক্ত।
এই ঘটনার এক বছর পর ওই চালকের বিরুদ্ধে মামলার রায়ে তাকে ১৪ বছর ৬ মাসের জেল দেয়া হয়।
হৃদয়বিদারক এই ঘটনার প্রভাব কিভাবে কাটিয়ে উঠছেন শহীদ ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌসি, এ নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
হাইলাইটস
- প্রয়াত শহীদের পরিবারের পাশে সক্রিয়ভাবে ছিলেন ম্যাক্সি হক ও তার পরিবার
- বাংলাদেশি কমিউনিটি এবং তার বাইরেও অনেকেই নানা ভাবে শহীদ ইসলামের স্ত্রী জান্নাতকে এই হৃদয়বিদারক ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে মানসিক সহায়তা দিয়ে আসছেন।
জান্নাতুল ফেরদৌসীর পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরো দেখুনঃ