বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবন করেছে ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ র্যাপিড টেস্টিং কিট। গণস্বাস্থ্যের করোনা ভাইরাস শনাক্তের এই কিট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। চিকিৎসাবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বে কোভিড-১৯ নির্ণয়ে এখন পর্যন্ত গ্রহণযোগ্য বা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো আরটিপিসিআর (রিভার্স ট্রান্সক্রিপ্টজ পালিমারেজ চেইন রিয়্যাকশন) বা নিউক্লিক অ্যাসিড ডিটেকশন পদ্বতি। এই কিট নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনি প্রবাসী জেনারেল প্রাক্টিশনার ডাক্তার আসাদ শামস এবং ঢাকা থেকে টেলি কনফারেন্সে যোগ দিয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মুহিব উল্লাহ খন্দকার যিনি গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর ভাইস প্রিসিপাল। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন
জেনারেল প্রাক্টিশনার ডাক্তার আসাদ শামস Source: Supplied
গণস্বাস্থ্য কেন্দ্র করোনা ভাইরাস শনাক্তের যে কিট উদ্ভাবন করেছে সেটি হচ্ছে র্যাপিড ডায়াগনস্টিক কিট। যেটি এখন তারা দাবি করছেন ব্লাড থেকে করা এন্টি বডি ডিটেকশন টেস্ট এবং তৃতীয় একটি টেস্ট যার নাম এন্টি জেন ডিটেকশন টেস্ট । যা মিলিত ভাবে আরটিপিসিআর টেস্ট এর সমকক্ষ হয়েছে বলে তারা দাবি করছে। সিডনি প্রবাসী জেনারেল প্রাক্টিশনার ডাক্তার আসাদ শামস এ নিয়ে বেশ কিছু পড়াশুনা করেছেন এবং এ নিয়ে তার প্রচুর আগ্রহ রয়েছে তিনি এই টেলিকনফারেন্সে যোগ দিয়েছেন।
যদিও গণস্বাস্থ্য কেন্দ্র এখনও এ বিষয়ে কোনো সাইন্টিফিক জার্নাল প্রকাশ করেনি । এবং সংশ্লিষ্ট অনেকে এই কীট টিকে এন্টিবডি ডিটেকশন কিট বলে ধারণা করছেন। এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে আরটিপিসিআর পদ্ধতি। এন্টিবডি ডিটেকশন করে কোভিড-১৯ এর কোনো ডায়াগনোসিস এখন পর্যন্ত কেউ করেনি বলে জানা জায় । যতদূর জানা জায় এ পদ্ধতিকে কেউ সুপারিশও করে না।এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই পদ্বতি সুপারিশ করেনি। ভারতসহ আরও কিছু দেশ নিজস্ব উদ্যোগে এটা শুরু করলেও পরবর্তীতে এটা বন্ধ করে দিয়েছে। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা ভাইরাসের র্যাপিড কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন এটাকে অনুমোদন দেয়া যাবে কিনা তা পরীক্ষা করার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিমের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে।এস বি এস এর সঙ্গে ঢাকা থেকে টেলি কনফারেন্স যোগ দিয়ে একটা ব্যাখা দিয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মুহিব উল্লাহ খন্দকার যিনি গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর ভাইস প্রিসিপাল।